ঢাকারবিবার , ৫ অক্টোবর ২০২৫
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

কুরআন অবমাননা ঘটনায় নিটার শিক্ষার্থীদের প্রতিবাদ

নিটার প্রতিনিধি
অক্টোবর ৫, ২০২৫ ১১:১৫ অপরাহ্ণ
Link Copied!

সাভারের ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (নিটার)-এর সাধারণ শিক্ষার্থীরা নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কর্তৃক সংঘটিত পবিত্র কুরআন শরীফ অবমাননার ঘটনায় গভীর ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছেন।

অভিযুক্ত শিক্ষার্থীকে গ্রেফতারের পর এক বিবৃতিতে নিটার শিক্ষার্থীরা বলেন, তাকে “মানসিক ভারসাম্যহীন” দেখানোর অপচেষ্টা সত্য বিকৃত করার এবং অপরাধীকে রক্ষার চেষ্টা ছাড়া আর কিছু নয়। রবিবার (৫ অক্টোবর ২০২৫) প্রকাশিত বিবৃতিতে তারা উল্লেখ করেন, “পবিত্র কুরআন শরীফের অবমাননা শুধু মুসলমানদের ধর্মীয় অনুভূতির বিরুদ্ধেই নয়, বরং মানবতার বিরুদ্ধেও এক জঘন্য অপরাধ।”

শিক্ষার্থীরা আরও বলেন, কুরআন অবমাননার মতো নিকৃষ্ট কাজের কোনো ন্যায়সঙ্গত ব্যাখ্যা, ব্যক্তিস্বাধীনতা বা মানসিক অজুহাত গ্রহণযোগ্য নয়। এটি ইসলাম, শান্তি ও সামাজিক সম্প্রীতির পরিপন্থী এবং রাষ্ট্রীয় আইনে দণ্ডনীয় অপরাধ।

তারা দাবি জানান, অভিযুক্তের বিরুদ্ধে দ্রুততম সময়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি, তাকে মানসিক ভারসাম্যহীন দেখানোর বিভ্রান্তিকর প্রচারণা অবিলম্বে বন্ধের আহ্বান জানান তারা। বিবৃতিতে আরও বলা হয়, দেশের কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে, বিশেষ করে নিটারে, ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডের পুনরাবৃত্তি রোধে কঠোর প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করা জরুরি।

শিক্ষার্থীরা সতর্ক করে বলেন, এই ঘটনায় সুষ্ঠু বিচার না হলে তা সমাজে অস্থিরতা ও বিভেদের জন্ম দেবে। তারা আশা প্রকাশ করেন, রাষ্ট্র ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অপরাধীর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে এবং ধর্ম, জাতি ও মানবতার প্রতি শ্রদ্ধা বজায় রাখতে দৃষ্টান্ত স্থাপন করবে।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।