ads
ঢাকাসোমবার , ২২ সেপ্টেম্বর ২০২৫
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য

ইবির আইট্রিপলই ইএমবিএসের দায়িত্বে ইয়াকুব-আকিব

মো. মিনহাজুর রহমান মাহিম, ইবি প্রতিনিধি
সেপ্টেম্বর ২২, ২০২৫ ৯:৩২ অপরাহ্ণ
Link Copied!

ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইন্সটিটিউট অব ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার্স (আইট্রিপলই)-এর ইঞ্জিনিয়ারিং ইন মেডিসিন অ্যান্ড বায়োলজি সোসাইটি (ইএমবিএস)-এর ২০২৫-২৬ বর্ষ কমিটি দেয়া হয়েছে। এতে চেয়ারপার্সন হিসেবে দায়িত্ব পেয়েছেন ইবির বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং (বিএমই) বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের মো. ইয়াকুব আলী ও সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন একই বিভাগ ও শিক্ষাবর্ষের তাহমিদ ইসলাম আকিব।

সোমবার (২২ সেপ্টেম্বর) ইবির কেন্দ্রীয় গবেষণাগারের পরিচালক ও আইট্রিপলই ইবি স্টুডেন্ট ব্রাঞ্চের কাউন্সিলর অধ্যাপক ড. মো. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।

এছাড়া কমিটিতে অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন-

ভাইস-চেয়ার ফারজানা আক্তার রিতি, ট্রেজারার আরমান হোসেন জয়, স্টুডেন্ট এক্টিভিটি কো-অর্ডিনেটর মো. সোলেমান মিয়া, এসিস্ট্যান্ট স্টুডেন্ট এক্টিভিটি কো-অর্ডিনেটর এস এম শাহরিয়ার স্বাধীন, ইভেন্ট ম্যানেজমেন্ট কো-অর্ডিনেটর মো. সালাউদ্দিন সাগর, এসিস্ট্যান্ট ইভেন্ট ম্যানেজমেন্ট কো-অর্ডিনেটর মো. নিশাদ আল হাসান, পাবলিসিটি কো-অর্ডিনেটর শারফুদ্দিন শাফিন, এসিস্ট্যান্ট পাবলিসিটি কো-অর্ডিনেটর মোস্তাফিজুর রহমান মহিম, পাবলিকেশন কো-অর্ডিনেটর মো. মিনহাজুর রহমান মাহিম, এসিস্ট্যান্ট পাবলিকেশন কো-অর্ডিনেটর সিদরাতুল মুনতাহা তাসমি, ওয়েবমাস্টার আহনাফ আল রাফি, লজিস্টিক কো-অর্ডিনেটর মাশরুর আলম কাব্য, এসিস্ট্যান্ট লজিস্টিক কো-অর্ডিনেটর জাহিদুল ইসলাম নাহিদ এবং মাল্টিমিডিয়া কন্টেন্ট কো-অর্ডিনেটর সাদিয়া তাসনিম।

সেক্রেটারি তাহমিদ ইসলাম আকিব বলেন, “এই কমিটির মাধ্যমে আমরা ইবির বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থীদের কার্যক্রম আরও বিস্তৃত করতে চাই। বিভিন্ন সেমিনার, ওয়ার্কশপ ও প্রতিযোগিতার আয়োজন করে শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি নেটওয়ার্কিংয়ের সুযোগ সৃষ্টি করব।”

চেয়ারপার্সন মো. ইয়াকুব আলী বলেন, “আইট্রিপলই ইএমবিএস ইবি স্টুডেন্ট ব্রাঞ্চের নতুন কমিটির দায়িত্ব পাওয়া আমাদের জন্য গর্বের বিষয়। আমরা চাই এই প্ল্যাটফর্মকে কাজে লাগিয়ে গবেষণা, উদ্ভাবন ও পেশাগত উন্নয়নে শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে। একইসাথে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ইবির সুনাম বাড়াতে কাজ করব।”

প্রসঙ্গত, আইট্রিপলই-এর ইঞ্জিনিয়ারিং ইন মেডিসিন অ্যান্ড বায়োলজি সোসাইটি (ইএমবিএস) বিশ্বের অন্যতম বৃহৎ পেশাগত সংগঠন, যা মেডিসিন ও বায়োলজিতে ইঞ্জিনিয়ারিংয়ের ব্যবহার নিয়ে কাজ করে।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।