ads
ঢাকাশুক্রবার , ১৯ সেপ্টেম্বর ২০২৫
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

প্রেসিডেন্ট রোভার স্কাউট অ্যাওয়ার্ডে মনোনীত হলেন বাকৃবি রোভার মিলন

নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ১৯, ২০২৫ ৮:১৬ পূর্বাহ্ণ
Link Copied!

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) রোভার স্কাউট গ্রুপের মো মিলন হোসেন দেশের রোভার স্কাউটিংয়ের সর্বোচ্চ সম্মান ‘প্রেসিডেন্ট রোভার স্কাউট অ্যাওয়ার্ড’-এর জন্য মনোনীত হয়েছেন। সম্প্রতি বাংলাদেশ স্কাউটস, জাতীয় সদর দপ্তর থেকে এ তথ্য প্রকাশ করা হয়।

২০২৩ সালের জাতীয় পর্যায়ে এবারের পুরস্কারের জন্য মোট পাঁচজন রোভার স্কাউট মনোনীত হয়েছেন। তাদের মধ্যে ময়মনসিংহ অঞ্চল থেকে একমাত্র প্রতিনিধি হিসেবে স্থান পেয়েছেন রোভার মো মিলন হোসেন। অন্য চারজন হলেন— রোভার রবিন চন্দ্র মুণ্ডার (বরিশাল), রোভার পাওেল মহাজন (চট্টগ্রাম), রোভার ইশতিয়াক আহমেদ (ঢাকা বিশ্ববিদ্যালয়) এবং রোভার প্রণব হক মিনা (শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়)।

রোভার মো মিলন হোসেন দীর্ঘদিন ধরে স্কাউটিং কার্যক্রমের সঙ্গে জড়িত। তিনি বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক ক্যাম্পে সক্রিয় অংশগ্রহণ করেছেন এবং শিক্ষার্থী সমাজকে সামাজিক সেবা, স্বেচ্ছাশ্রম, দুর্যোগ ব্যবস্থাপনা ও পরিবেশ সুরক্ষায় উদ্বুদ্ধ করেছেন। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রোভার কার্যক্রমকে শক্তিশালী করার ক্ষেত্রেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

প্রেসিডেন্ট রোভার স্কাউট অ্যাওয়ার্ড অর্জন দেশের প্রতিটি রোভার স্কাউটের জন্য সর্বোচ্চ সম্মানের বিষয়। নেতৃত্ব, শৃঙ্খলা, মানবিকতা, সেবার মানসিকতা এবং সমাজ উন্নয়নে অবদানের স্বীকৃতিস্বরূপ এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। রাষ্ট্রপতির পক্ষ থেকে এ সম্মাননা তুলে দেওয়া হবে।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।