ads
ঢাকাবুধবার , ৩ সেপ্টেম্বর ২০২৫
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

আমি মায়া করে শিক্ষার্থীদের সাথে কথা বলেছিলাম: জবি ট্রেজারার

ফাতেমা আলী, জবি প্রতিনিধি
সেপ্টেম্বর ৩, ২০২৫ ১২:৫৬ পূর্বাহ্ণ
Link Copied!

‎সম্পূরক বৃত্তি প্রসঙ্গে অবস্থান কর্মসূচি পালন করা শিক্ষার্থীদের সাথে আলোচনার সময় বক্তব্য নিয়ে উঠা সমালোচনার জবাব দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শারমিন। তিনি বলেছেন, আমি মায়া করে একদম ব্যক্তিগত পর্যায়ে থেকে আশিকের সাথে কথা বলেছি। এত কিছু ভেবে কিছু বলি নি।

‎সোমবার (২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভিসি ভবনের সামনে ট্রেজারার সাবিনা শারমিনের সঙ্গে আলাপচারিতার সময় ট্রেজারারের একটা বক্তব্য নিয়ে সমালোচনার সৃষ্টি হয়। এই সমালোচনার জবাবে তিনি এসব কথা বলেন।

বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড.সাবিনা শারমিন বলেন, আশিক ছেলেটা ও তো এইখানে বসে থাকে, দুই দিন মনে হয় আমার সাথে দেখ করতে গেছিলো, আমি ব্যস্ত ছিলাম সময় দিতে পারি নি। আমি আজ যখন নিচে নামি প্রশাসনিক ভবন থেকে তখন ওকে দেখে আমার মায়ায়ই কাজ করছিলো। আমি ভাবলাম ছেলেটা দুইদিন ধরে বসে আছে, দেখা করতে গেছে কথা বলতে পারি নি।তো ওর সাথে একটু কথা বলি। আশিককে ডেকে কাছে এনে ওর কি অবস্থা, বাড়ি কোথায় মানে ওর ব্যক্তিগত খবর নিচ্ছিলাম।

পারিবারিক খবর নেওয়ার এক পর্যায়ে আশিক আমাকে বলে ম্যাডাম ঢাকায় কোথায় থাকারও ব্যবস্থা নেই, থাকার ও ব্যবস্থা নেই।আমার পেটে খাবার দেওয়ার কোন ব্যবস্থা নেই।একদম ব্যক্তিগত পর্যায়ের আলাপ তখন তার সাথে হচ্ছে।

তিনি আরও বলেন, এইরকম একটা অবস্থায় কোন ব্যবস্থা না করে কেন ঢাকা আসছিলা, মানে এত বড় একটা শহর, রিক্স নিয়ে আসছো।

এইটা তো একবারে অনাবাসিক একটা ইউনিভার্সিটি, এইরকম নিশ্চিয়তাও নেই যে আসলেই থাকা যাবে। এইরকম সাহস নিয়ে তাহলে তুমি কিভাবে ঢাকায় আসলা।

বৃত্তি নিয়া কথা বলার এক পর্যায়ে আমি বললাম এইটা পাবা। এইগুলা নিয়ে কাজ হচ্ছে। এমন সময় আরও দুইজন শিক্ষার্থী আসলো। আমি একদম ব্যক্তিগত কথা-বার্তা যেমন হয় এমন ভেবেই আমি কথা বলছিলাম।এত কিছু ভেবে কিছু বলি নি।আমার নিয়ত খারাপ ছিলো না।

 

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।