জাতীয় পার্টিকে ফ্যাসিবাদের প্রধান সহযোগী আখ্যা দিয়ে দলটিকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আসাদুজ্জামান সরকার।
শুক্রবার (২৯ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টের মাধ্যমে তিনি এ দাবি জানান। ফেসবুক পোস্টে তিনি লেখেন, `জাতীয় পার্টি ফ্যাসিবাদের প্রধান সহযোগী। তাই জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা হোক।’
উল্লেখ্য, শুক্রবার (২৯ আগস্ট) রাতে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি (জাপা) কার্যালয়ের সামনে গণঅধিকার পরিষদের নেতাকর্মী ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সন্ধ্যা সোয়া ৬টার দিকে প্রথম সংঘর্ষ শুরু হয়। পরে রাত ৮টার দিকে পুনরায় সংঘর্ষ বাধে। এতে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর মারাত্মকভাবে আহত হন। রক্তাক্ত অবস্থায় সহকর্মীরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যান।
www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।


