ads
ঢাকাবৃহস্পতিবার , ২৮ আগস্ট ২০২৫
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

দেশের বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষকদের মধ্যে একতার অভাব রয়েছে: বাকৃবি উপাচার্য

বাকৃবি প্রতিনিধি
আগস্ট ২৮, ২০২৫ ১১:৩২ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেছেন, দেশের বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষকদের মধ্যে একতার অভাব বিরাট সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, ‘অন্য কোনো সেক্টরে এত অনৈক্য নেই। শিক্ষকতা পেশায় টিকে থাকতে হলে, অধিকার আদায়ে ঐক্যের বিকল্প নেই। শিক্ষকের ব্যক্তিত্ব, পেশাদারিত্ব ও প্রতিশ্রুতি অবশ্যই শিক্ষকসুলভ হওয়া উচিত। কেননা আপনারা মেধার সর্বোচ্চ প্রতিফলন ঘটিয়েই আজ শিক্ষক হয়েছেন।’

বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের গ্র‍্যাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউটে (জিটিআই)  অনুষ্ঠিত এক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ৩২তম বুনিয়াদি প্রশিক্ষণ’ শীর্ষক এক মাস ব্যাপী প্রশিক্ষণ কর্মশালাটির আয়োজন করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) এবং জিটিআই।

বাকৃবি উপাচার্য আরও বলেন,  বিশ্ববিদ্যালয়ের ভেতরের নানা দাবি ও আন্দোলনের সমাধান শিক্ষকদেরকেই করতে হবে।র  পুলিশ এসে কোন আন্দোলন সমাধান করবে, আমি তাতে বিশ্বাস করিনা।

জিটিআই পরিচালক অধ্যাপক ড. মো. মোজাম্মেল হকের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক, বাকৃবির ডিন কাউন্সিলের আহবায়ক অধ্যাপক ড. রফিকুল ইসলাম সরদার, উচ্চ শিক্ষা ও গবেষণা কমিটির কো-অর্ডিনেটর অধ্যাপক ড. মো সামছুল আলম। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, বিভিন্ন শাখার পরিচালকবৃন্দ ও প্রশিক্ষণার্থী শিক্ষকবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

জানা যায়, পেশাগত দক্ষতা ও গবেষণায় পারদর্শিতা অর্জনের লক্ষ্যে দেশের ১৮টি বিশ্ববিদ্যালয়ের মোট ২৫ জন শিক্ষক বুনিয়াদি প্রশিক্ষণের আয়োজন করে ইউজিসি। এই প্রশিক্ষণে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, চট্রগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।