ads
ঢাকামঙ্গলবার , ২৯ নভেম্বর ২০২২
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

শুধু মেয়েরা পাস, ছেলেরা সবাই ফেল

সংবাদ লাইভ
নভেম্বর ২৯, ২০২২ ১০:১৬ পূর্বাহ্ণ
Link Copied!

এবারের এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পর নেত্রকোনার কেন্দুয়া উপজেলার শহীদ স্মৃতি বিদ্যাপীঠের শিক্ষক-শিক্ষার্থীরা হতবাক হয়েছেন। এই বিদ্যালয়ের ফলাফলে দেখা যায় ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে অংশ নেওয়া সব ছাত্র গণিত বিষয়ে অকৃতকার্য হয়েছে। ওই গ্রুপের শুধু ছাত্রীরা পাস করেছে। অথচ গণিতে ফেল করা বেশিরভাগ ছাত্র অন্য বিষয়ে এ+ পেয়েছে। এমন ফলাফলে হতবাক হয়েছেন শিক্ষক-শিক্ষার্থীরা।

বিদ্যালয় সূত্র জানায়, প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের নিজ হাতে গড়া শহীদ স্মৃতি বিদ্যাপীঠ থেকে এবার এসএসসি পরীক্ষায় ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে মোট ১৬ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ছাত্রী তিন জন ও ছাত্র ১৩ জন। পরীক্ষায় গণিতে ওই তিন ছাত্রী পাস করলেও ১৩ জন ছাত্রের সবাই ফেল করেছে। অথচ ১৩ জন ছাত্রের অনেকেই অন্য সব বিষয়ে এ+ পেয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শহীদ স্মৃতি বিদ্যাপীঠর প্রধান শিক্ষক আসাদুজ্জামান বলেন, ময়মনসিংহের ইশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ি মহিম চন্দ্র উচ্চ বিদ্যালয় কেন্দ্রে তাদের বিদ্যালয়ের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিয়েছিল। ১৩ জন ছেলে শিক্ষার্থীর সবাই ফেল করার কথা নয়। এটা সংশ্লিষ্ট শিক্ষাবোর্ডের কোথাও ভুল হতে পারে। কেন্দ্রসচিবের সাথে যোগাযোগ করে পুনঃনিরীক্ষণের ব্যবস্থা করা হবে।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।