ঢাকামঙ্গলবার , ২৭ জুন ২০২৩
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

নিউইয়র্কে পুরস্কৃত হলেন প্রিয়মণি

বিনোদন ডেস্ক
জুন ২৭, ২০২৩ ১:৪৪ অপরাহ্ণ
Link Copied!

নবাগতা প্রিয়মনির হাতে ফের উঠলো সম্মাননা। দেশে নয়, দেশের বাইরে। গত ২৫ জুন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অনুষ্ঠিত ঢালিউড অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সেরা নবাগতার পুরস্কার পেয়েছেন তিনি।

নিউ ইয়র্ক থেকে প্রিয়মনি জানান, দেশের বাইরে থেকে এবারই প্রথম কোনও পুরস্কার পেয়েছি। আমার সাথে একই অনুষ্ঠানে পুরস্কৃত হয়েছেন চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম, মেহের আফরোজ শাওন, সাজু খাদেমদের মতো জনপ্রিয় তারকারা। তাই ভালো লাগা একটু বেশিই কাজ করছে।

প্রিয়মনির সাথে মঞ্চে ছিলেন আলোচিত চিত্রনায়ক জায়েদ খান। তার সাথে জুটি বেঁধে পারফর্ম করার কথা ছিলো প্রিয়মনির। কারিগরি ত্রুটির জন্য তা না পারায় জায়েদ খান দর্শকের উদ্দেশ্যে গান করেন। প্রিয়মনিকে পেয়ে মঞ্চেই রোমান্সে মেতে ওঠেন তিনি। প্রিয়মনির ভাষ্য, জায়েদ ভাইয়ের সাথে মঞ্চ ভাগাভাগি করতে গিয়ে নার্ভাস লাগছিলো। যদিও পরে তা কেটে যায়।

প্রসঙ্গত, ২৩ জুন আমেরিকা পৌঁছান প্রিয়মনি। তিনি ৭ জুলাই দেশে ফিরবেন বলে জানিয়েছেন। অনন্য মামুন পরিচালিত ‘কসাই’ ছবিতে অভিনয় করেন তিনি।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।