`বড়দিন’ ও শীতকালীন অবকাশ উপলক্ষে ১১ দিনের জন্য বন্ধ থাকবে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি)।
সোমবার (২২ ডিসেম্বর) নোবিপ্রবির রেজিস্ট্রার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এতে বলা হয়, `যীশু খ্রিষ্টের জন্মদিন ‘বড়দিন’ ও শীতকালীন ছুটি’-র জন্য আগামী ২৪ ডিসেম্বর (বুধবার) থেকে ১ জানুয়ারি (বৃহস্পতিবার) পর্যন্ত মোট ৯ দিন বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস কার্যক্রম বন্ধ থাকবে। যদিও বন্ধের পরের দু-দিন শুক্র-শনিবার বিশ্ববিদ্যালয়ের সাপ্তাহিক বন্ধ থাকায় শিক্ষার্থীরা মোট বন্ধ পাচ্ছে ১১ দিন। তবে প্রশাসনিক কার্যক্রমের কথা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ ২৪ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত ৮ দিন বন্ধ থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে। ছুটি শেষে ৪ জানুয়ারি পুনরায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও অফিস কার্যক্রম স্বাভাবিকভাবে চালু হবে।
এতে আরও উল্লেখ করা হয়, বিশ্ববিদ্যালয়ের সকল ইনস্টিটিউট, বিভাগ, দফতর ও শাখাসমূহের কর্মকর্তা-কর্মচারীদের অফিস ত্যাগের পূর্বে পানির কল, ফ্যান, লাইট, এসিসহ সকল বৈদ্যুতিক সরঞ্জামাদির সুইচ যেন বন্ধ করে যায় ।ছুটিকালীন সময়ে জরুরী কার্য সম্পাদনের জন্য স্ব স্ব বিভাগ ও দপ্তর প্রধানগণ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।


