ads
ঢাকামঙ্গলবার , ৯ সেপ্টেম্বর ২০২৫
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

১১ ঘণ্টা পর ফরিদপুরের মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ৯, ২০২৫ ৮:১৮ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুরের ভাঙ্গায় সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসের বিরোধিতায় দিনভর মহাসড়ক অবরোধ শেষে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে যান চলাচল স্বাভাবিক হয়। তবে আন্দোলনকারীদের দাবির কোনো সমাধান আসেনি।

অবরোধ উঠে যাওয়ার পর ধীরে ধীরে গাড়ি চলতে শুরু করলে আটকে থাকা যাত্রীরা স্বস্তি ফিরে পান। টানা কয়েক ঘণ্টা যানজটে থেকে খাবার ও পানির সংকটে ভোগান্তি সয়েও যাত্রীরা গন্তব্যের উদ্দেশ্যে রওনা হন। সকাল ৮টা থেকেই এ অবরোধ শুরু হয়েছিল।

ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্লা জানান, “আন্দোলনকারীদের দাবি জাতীয় পর্যায়ের বিষয়, যা স্থানীয়ভাবে সমাধান করা সম্ভব নয়। তাদের স্মারকলিপি নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে।”

এদিকে প্রশাসনের সঙ্গে একাধিক দফা আলোচনা হলেও আন্দোলনকারীরা দাবি থেকে সরে আসেননি। তারা ঘোষণা দিয়েছেন, আগামীকাল বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে ফের মহাসড়ক অবরোধে নামবেন।

উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর প্রকাশিত নির্বাচন কমিশনের গেজেটে ফরিদপুর-৪ আসনের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-২ আসনে সংযুক্ত করা হয়। এ সিদ্ধান্তের বিরোধিতা করে স্থানীয়রা বারবার মহাসড়ক অবরোধ করছেন এবং ইতোমধ্যে হাইকোর্টে রিট আবেদনও করা হয়েছে।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।