দেশে চলমান তাপপ্রবাহ থেকে রাজধানী বাসীকে কিছুটা স্বস্তি দিতে ‘কৃত্রিম বৃষ্টি’ ছিটাবে ঢাকা উত্তর সিটি করপোরেশন। শনিবার (২৭ এপ্রিল) থেকে কৃত্রিমভাবে বৃষ্টি ছিটানোর কার্যক্রম শুরু হয়েছে।
সকালে রাজধানীর আগারগাঁওয়ে কৃত্রিম বৃষ্টির পানি ছেটানোর এ কার্যক্রমের উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম।
উদ্বোধন শেষে মেয়র জানান, চিফ হিট অফিসার বুশরা আফরিনের পরামর্শে ওয়াটার স্প্রে বা কৃত্রিম বৃষ্টির পানি ছিটানো হচ্ছে, সিটি করপোরেশন এই উদ্যোগ বাস্তবায়ন করছে।
www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।


