ads
ঢাকামঙ্গলবার , ২০ আগস্ট ২০২৪
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

হারুনের ভাতের হোটেল নিয়ে নির্মিত হচ্ছে সিনেমা

বিনোদন প্রতিবেদক
আগস্ট ২০, ২০২৪ ১০:০৭ অপরাহ্ণ
Link Copied!

শেখ হাসিনা সরকার পতনের পর থেকে যাদের নিয়ে বেশি আলোচনা হচ্ছে তাদের মধ্যে অন্যতম সাবেক ডিবি কর্মকর্তা হারুন-অর-রশিদ। এরইমধ্যে বেরিয়েছে তার কুকর্মের যত খবর। এবার হারুনের কীর্তি উঠে আসছে রূপালী পর্দায়।

ডিবি প্রধান থাকাকালীন যত না তার কীর্তি নিয়ে আলোচনা হয়েছে তার চেয়ে বেশি চর্চায় থেকে ডিবি অফিসে বিভিন্ন শ্রেণীর লোকজন নিয়ে ভাত খাওয়ার দৃশ্য। রাজনৈতিক নেতা থেকে শুরু করে সিনেমার নায়িকাদের অনেককেই ডিবি অফিসে ভাত খাইয়েছেন হারুন। এতে মানুষজন তামাশা করে ডিবি অফিসের নাম দেন হারুনের ভাতের হোটেল। এই নামেই সিনেমা বানাবেন অভিনয় শিল্পী জাদু আজাদ।

গতকাল সোমবার বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিতে ‘হারুনের ভাতের হোটেল’ সিনেমার নাম নিবন্ধন করেন জাদু আজাদ। এ প্রসঙ্গে সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘সিনেমা বানানোতে আমরা কোনোরকম আপস করব না। ছবিটা সেই হবে কিন্তু।’

কারা এই ছবিতে অভিনয় করবেন তা এখন চূড়ান্ত করেননি বলে জানালেন জাদু। তাঁর ভাষ্য, ‘এখনও সেগুলো ভাবিনি। তবে বেশ কিছু চমক থাকবে এতে।’

৫ আগস্টের পর থেকেই শেখ হাসিনা সরকারের অপকর্ম নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণার হিড়িক লেগেছে। এরমধ্যে আয়না ঘর নিয়েই ৩ টি সিনেমা। বদিউল আলম ‘ভয়ংকর আয়নাঘর’, জয় সরকার ‘আয়নাঘর’, জানেসার উসমান ‘অন্ধকারের আয়নাঘর’।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।