হরতাল, অবরোধ, সন্ত্রাস ও সহিংসতার মাধ্যমে শিক্ষাজীবন বিঘ্নিত ও শিক্ষাপ্রতিষ্ঠানে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদ করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকাল সাড়ে এগারোটায় কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে মিছিল ও বিক্ষোভ সমাবেশ করা হয়।
এসময় ছাত্রলীগের একটি মিছিল বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু ভাস্কর্য থেকে শুরু হয়ে প্রশাসনিক ভবনে গিয়ে শেষ হয়। সেখানে নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে বিক্ষোভ কর্মসূচি পালন করে।
বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আল মাহমুদ কায়েস এ ব্যাপারে বলেন, হরতাল, অবরোধ, জ্বালাও-পোড়াও করে বিএনপি-জামায়াতের ক্যাডার বাহিনীর অস্থিতিশীল পরিবেশের সৃষ্টির অপচেষ্টার জবাব দিতে, সাধারণ শিক্ষার্থীদের ও শিক্ষাপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ভাই ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান ভাইয়ের নির্দেশে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সর্বদা সজাগ আছে।আজকে বাংলাদেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত ছাত্রসমাজের মিছিল ও বিক্ষোভ সমাবেশ বিএনপির সন্ত্রাসী বাহিনীকে এই বার্তা দেয় সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালিত করে ভোট তো পাওয়া যাবেই না, সাথে পালাবার পথও পাওয়া যাবেনা। তাদের নৈরাজ্য রুখে দিতে বাংলার জনগণ, বাংলার ছাত্রসমাজ ভোটে ও মাঠে দুই জায়গাতেই লড়াই করে বিএনপি-জামায়াতের সন্ত্রাসী বাহিনীকে নিশ্চিহ্ন করবে।
নিউজের জন্য: news.sangbadlive24@gmail.com