ads
ঢাকাসোমবার , ১৪ এপ্রিল ২০২৫
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

স্বৈরাচারবিরোধী রাজপথের যোদ্ধা এ্যাডঃ ইজাজ আল ওয়াসী জ্বীম

নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ১৪, ২০২৫ ১০:৩৭ অপরাহ্ণ
Link Copied!

রাজনৈতিক উত্তরাধিকারের পরিণত রূপ হিসেবে একজন শিক্ষিত, সচেতন ও সাহসী তরুণ নেতা হিসেবে আত্মপ্রকাশ করেছেন এ্যাডঃ মুহাঃ ইজাজ আল ওয়াসী (জ্বীম)। বর্তমানে জাতীয় নাগরিক পার্টি/ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি) বগুড়া জেলা সংগঠক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং এক নতুন রাজনৈতিক পথচলার অন্যতম দিকনির্দেশক হয়ে উঠেছেন।

জ্বীম জন্মেছেন এক উচ্চশিক্ষিত রাজনৈতিক পরিবারে। তাঁর পিতা প্রথমে জিয়াউর রহমানের জাগদল, পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় ছাত্রদল, এরপর দীর্ঘসময় ধরে বিএনপি রাজনীতিতে সক্রিয় ছিলেন। বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা বিএনপির সেক্রেটারি, জেলা কমিটির প্রচার সম্পাদক, জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের সভাপতি থেকে শুরু করে বর্তমানে এলডিপি বগুড়া জেলার সভাপতির দায়িত্বে রয়েছেন। এভাবেই রাজনৈতিক চেতনার শিকড় ইজাজ আল ওয়াসীর রক্তে মিশে যায়।

জ্বীমের শিক্ষাজীবনও ছিল সংগ্রামী। বগুড়া জিলা স্কুল ও আজিজুল হক কলেজে পড়ার পর ঢাবির শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগে পড়াশোনা শুরু করলেও পরবর্তীতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে চলে যান। রাবিতে অনার্স এবং আন্তর্জাতিক আইনে মাস্টার্স সম্পন্ন করেন। এ সময় ছাত্রদলের সঙ্গে যুক্ত হওয়ার কারণে ছাত্রলীগের রাজনৈতিক প্রতিপক্ষতার শিকার হন। শারীরিক নির্যাতন, হল থেকে বের করে দেওয়া এবং ক্যাম্পাসে প্রবেশে বাধা – এসব কিছুর মধ্য দিয়েই নিজের লেখাপড়া চালিয়ে যান। ছাত্রলীগ নেতাদের চাঁদা দিয়েই পরীক্ষা দিতে হয়েছে – এমন দুর্বিষহ অভিজ্ঞতা তাঁকে রাজনীতির কঠিন বাস্তবতা বুঝিয়ে দেয়।

২০২১ সালে তিনি বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষার প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ভাইভা দেন। ভাইভা বোর্ড থেকেও ইতিবাচক সাড়া পেলেও রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাঁর নিয়োগ আটকে যায়। এরপর তিনি এলডিপির রাজনীতিতে সক্রিয় হন এবং গণতান্ত্রিক ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ৭ জানুয়ারির ‘ডামি’ নির্বাচনের পূর্বে স্বৈরাচারবিরোধী আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং ঢাকায় সর্বদলীয় ছাত্র ঐক্যের অংশ হিসেবে প্রতিনিধিত্ব করেন।

২০২৪ সালে বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বগুড়া আইনজীবি সমিতিতে তালিকাভুক্ত হন। এর আগেই দুই বছর শিক্ষানবিশ আইনজীবি হিসেবে কাজ করেছেন ইউনাইটেড লয়্যারস ফ্রন্টের হয়ে। বিএনপি প্যানেলের পক্ষে বার নির্বাচনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

রাজনীতি ও পেশার পাশাপাশি সামাজিক কাজেও তিনি সক্রিয়। বৃক্ষরোপণ, শহর পরিষ্কার, ট্রাফিক সমস্যা সমাধানে সচেতনতা, দুঃস্থদের খাদ্য ও কম্বল বিতরণ – এসবই তাঁর নিত্যদিনের কর্মসূচির অংশ। জেলা প্রশাসক ও জেলা শিক্ষা অফিসারের অনুমোদন নিয়ে মানসিক স্বাস্থ্য ক্যাম্প পরিচালনা করেছেন ৪০ দিনব্যাপী, ৮০টি স্কুল-কলেজে। তিনি নিজ উদ্যোগে মেডিকেল টিম গঠন করে শিক্ষার্থীদের ফ্রি সেবা দিয়ে যাচ্ছেন এখনও।

পুলিশি জবাবদিহিতা নিশ্চিত করতে তিনি কাজ করছেন “শহীদ রাতুল কমপ্লেইন সেন্টার” নামে একটি এনজিও গঠনের জন্য। দরিদ্রদের জন্য নিঃস্বার্থ আইনসেবা, মিথ্যা মামলায় আটক নিরীহদের পক্ষে মামলা লড়াই – এসবই তাঁর প্রতিদিনের দায়িত্বের অংশ হয়ে উঠেছে। ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের মাধ্যমে সাধারণ মানুষকে আইনি বিষয়ে সচেতন করছেন তিনি।

সরকারবিরোধী আন্দোলনে সরব থাকায় বহুবার আইনশৃঙ্খলা বাহিনীর হুমকি-ধমকির শিকার হয়েছেন। নিজের পেশাগত পরিচয় ও পারিবারিক আইনি ঐতিহ্য তাঁকে মামলা থেকে রক্ষা করলেও প্রশাসনিক হয়রানি নিত্য সঙ্গী হয়ে ওঠে।

তাঁর রাজনৈতিক ভিশন এখন আরো সুসংগঠিত। এনসিপিকে নেতৃত্ব দিয়ে একটি বিকল্প, স্বচ্ছ ও গণমুখী রাজনৈতিক বন্দোবস্ত গঠনের স্বপ্ন দেখেন তিনি। তাঁর ভাষায়, “বাংলাদেশ ২.০ নির্মাণে এনসিপিই হবে নতুন সময়ের প্রতিনিধি শক্তি।”

তাঁর জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা দেখে শাসকপন্থী মহল নড়েচড়ে বসেছে। তাঁর ইউটিউব চ্যানেলের একটি স্যাটায়ার ভিডিও বিকৃতভাবে উপস্থাপন করে তাঁকে বিতর্কিত করার চেষ্টা চলছে। আওয়ামী লীগ ঘেঁষা তকমা দিয়ে তাঁর রাজনৈতিক উত্থান থামানোর অপচেষ্টা চলছে, তবে তিনি দৃঢ় কণ্ঠে বলেন – “আমার কোয়ালিটি ও ত্যাগই সকল ষড়যন্ত্রকে পরাজিত করবে।”

এই তরুণ, শিক্ষিত, সাহসী আইনজীবি নেতা আজকের বাংলাদেশে রাজনীতি, মানবাধিকার ও সমাজসেবার এক অনন্য সংমিশ্রণ। এদের মত নেতা থাকলে বাংলাদেশের ভবিষ্যৎ নিঃসন্দেহে আশাব্যঞ্জক।

সংবাদ লাইভ/রাজনীতি

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।