জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মো. রাশিদুল ইসলাম।
সোমবার (১৭ নভেম্বর) শহীদ সাজিদ ভবনে অবস্থিত নির্বাচন কমিশন কার্যালয় থেকে তিনি মনোনয়ন সংগ্রহ করেন। রাশিদুল বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
মনোনয়ন সংগ্রহের পর রাশিদুল বলেন, "স্বতন্ত্র থেকে মনোনয়ন নিয়েছি শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার জন্য।জগন্নাথ বিশ্ববিদ্যালয় নানাবিধ সমস্যায় জর্জরিত।শিক্ষার্থীদের অধিকার আদায়ের সংগ্রামে সবসময় পাশে থাকার চেষ্টা করেছি,কখনো সামনের সারিতে কখনো বা পিছনে।
তিনি বলেন, আমি মনে করি আমার জবিয়ান ভাই বোনেরা যথেষ্ট মেধাবী এমনকি অন্য ক্যাম্পাসের শিক্ষার্থীদের থেকে আলাদাভাবে চিন্তা করে আর এটা শিখিয়েছে এই জগন্নাথ বিশ্ববিদ্যালয় । সুতরাং শিক্ষার্থীরা তাদের প্রতিনিধি নির্বাচনে ও সেই বুদ্ধিমত্তার পরিচয় দিবে।
তিনি আরও বলেন, আমি যেহেতু রাজনৈতিক ব্যক্তিত্ব বা সংগঠনের কেউ নই তাই আমার ডিসিশন মেকার হিসেবে কাজ করবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী। বলা যায় তারাই আমার নেতা আমি তাদের প্রতিনিধি।
উল্লেখ্য, ১২ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়। ১৩ নভেম্বর চারজন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। ১৬–১৭ নভেম্বর চলবে মনোনয়নপত্র বিতরণ। ১৭ ও ১৮ নভেম্বর মনোনয়নপত্র দাখিল, ১৯–২০ নভেম্বর বাছাই, এবং ২৩ নভেম্বর প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ হবে। ২৪–২৬ নভেম্বর আপত্তি গ্রহণ ও নিষ্পত্তির পর ২৭ ও ৩০ নভেম্বর প্রার্থীদের ডোপ টেস্ট নেওয়া হবে। ৩ ডিসেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে ৪, ৭ ও ৮ ডিসেম্বর; প্রত্যাহারকৃত তালিকা প্রকাশ হবে ৯ ডিসেম্বর। ৯–১৯ ডিসেম্বর চলবে প্রচারণা। ২২ ডিসেম্বর ভোটগ্রহণ ও গণনা অনুষ্ঠিত হবে, এবং ২২–২৩ ডিসেম্বরের মধ্যে ফলাফল ঘোষণা করা হবে।
নিউজের জন্য: news.sangbadlive24@gmail.com