ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট)-এর ব্লাড ডোনেশন সোসাইটি 'স্বজন, ডুয়েট' কর্তৃক আয়োজিত 'এনলাইটেনড ইউথ, এনলাইটেনড বাংলাদেশ' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের সূচনা করা হয় কুরআন তিলাওয়াতের মাধ্যমে। এরপর সম্মানিত অতিথিদের বরণ করে নিবেদন জানানো হয়।
উদ্বোধনী বক্তব্য প্রদান করেন অত্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আরেফিন কাউসার। তিনি বলেন—মাদক, ধূমপান এবং আত্মবিনাশী সব আচরণ থেকে শিক্ষার্থীদের দূরে থাকতে হবে এবং সুস্থ, আলোকিত জীবন গঠন করতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে অত্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন বলেন, “মাদকের ছোবল থেকে মুক্ত থেকে গবেষণা, উদ্ভাবন ও জাগরণী শক্তিকে বিকশিত করতে হবে। প্রযুক্তিতে দক্ষতা, চারিত্রিক গুণাবলি এবং নৈতিকতা অর্জনের মাধ্যমে ডুয়েটের শিক্ষার্থীরাই নতুন বাংলাদেশ গঠনে নেতৃত্ব দেবে।”
এরপর অনুষ্ঠিত হয় কুইজ সেশন, যেখানে অংশগ্রহণ করেন ডুয়েটের মেধাবী শিক্ষার্থীরা।
কি-নোট স্পিকার হিসেবে বক্তব্য রাখেন ডাক্তার ও অভিনেতা এসএম এজাজুল ইসলাম এবং তিনি অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন। গেস্ট স্পিকার হিসেবে বক্তব্য রাখেন ড. সায়েদুল ইসলাম সাঈদ। তিনি সময়ের সদ্ব্যবহার ও জীবন পরিচালনার জন্য চারটি গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করেন।
পরিশেষে অত্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. উৎপল কুমার দাস কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের নাম ঘোষণা করেন এবং পুরস্কার প্রদান করেন। এরই মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
নিউজের জন্য: news.sangbadlive24@gmail.com