জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (জাবিপ্রবি) ছাত্রদল নেতা নাইমুর রহমান দূর্জয়ের উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
রবিবার (৩ নভেম্বর) জামালপুর শহরের ফৌজদারি এলাকায় জাবিপ্রবি শিক্ষার্থীদের পরিচালিত বিনামূল্যে শিক্ষা কার্যক্রমের প্ল্যাটফর্ম ‘সবুজ স্বপ্ন’-এর শিক্ষার্থীদের হাতে খাতা, কলম, পেন্সিল, ইরেজার, কাটারসহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণ তুলে দেন ছাত্রদল নেতা দূর্জয়।
এ সময় উপস্থিত ছিলেন জাবিপ্রবি ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মাসুদ, সদস্য সচিব যীনাত মিয়া আজিজুল, যুগ্ম আহ্বায়ক দেওয়ান মোর্শেদউর রহমান, এবং ‘সবুজ স্বপ্ন’-এর উদ্যোক্তা আরমান আলিফসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিশুদের মাঝে আনন্দ ও উৎসাহের পরিবেশ লক্ষ্য করা যায়।
নিজের অনুভূতি ব্যক্ত করে ছাত্রদল নেতা নাইমুর রহমান দূর্জয় বলেন,শিক্ষাই একটি শিশুর জীবনের সবচেয়ে বড় সম্পদ। আমার এই ক্ষুদ্র প্রয়াসের মাধ্যমে চাই—প্রতিটি শিশু যেন শিক্ষার আলোয় আলোকিত হতে পারে। অতীতেও এমন উদ্যোগ নিয়েছি, ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
নিউজের জন্য: news.sangbadlive24@gmail.com