মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি)–এ আয়োজিত “সিনেটেরিয়া ২০২৫”-এ অংশ নিয়ে একটি সেগমেন্টে শীর্ষস্থান এবং একটি সেগমেন্টে সেকেন্ড রানারআপ হওয়ার গৌরব অর্জন করেছে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট)। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এ অর্জন ক্যাম্পাসে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করেছে।
প্রতিযোগিতার ট্রাস চ্যালেঞ্জ সেগমেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ডুয়েটের “স্ট্রাকচার অ্যানালাইজারস – ডুয়েট” দল। দলের সদস্যরা হলেন মাজহারুল, আকিব এবং শিহাবুর রহমান।
এ ছাড়া পোস্টার প্রেজেন্টেশন সেগমেন্টে সেকেন্ড রানার-আপ হয়েছে ডুয়েটের টিম অরিজিন। দলের সদস্যরা হলেন মোহাম্মদ আবু বকর এবং জাবের আহমেদ খান। তাঁরা প্রতিযোগিতায় উপস্থাপন করেন `ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং মুড চয়েজ ফর ট্রিপ মেকারস ফ্রম গাজীপুর টু ঢাকা: অ্যান অ্যানালিটিকাল স্টাডি’ শীর্ষক গবেষণা পোস্টার।
আয়োজক সূত্র জানায়, গবেষণাভিত্তিক চিন্তাধারা ও প্রযুক্তিগত দক্ষতা প্রদর্শন করেই ডুয়েট-এর দলগুলো প্রতিযোগিতায় স্বতন্ত্র অবস্থান তৈরি করেছে। অন্যদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন এ সাফল্যের জন্য সংশ্লিষ্ট শিক্ষার্থী ও পরামর্শকদের অভিনন্দন জানিয়েছে।


