হারানো বিজ্ঞপ্তি: আমি, নুসরাত জাহান তিন্নি (২৮), পিতা: নজরুল ইসলাম ফকির, মাতা: ফেরদৌসী জাহান, জাতীয় পরিচয়পত্র নং: ৩৩০৪৪২৫৩৬০, ঠিকানা: বাসট্যান্ড গ্যাস অফিস সংলগ্ন, গ্রাম: শোলাহাসিয়া, ওয়ার্ড নং: ০৩, খানা: গফরগাঁও, জেলা: ময়মনসিংহ।
গত ২৪ জানুয়ারি ২০২৫ তারিখ সকাল অনুমান ১০.০০ ঘটিকার সময় নিজ বাড়ি হইতে গফরগাঁও সরকারি কলেজ যাওয়ার পথে আমার মাস্টার্স (২০২২) পরীক্ষার সাময়িক সনদপত্রটি (বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়) হারিয়ে যায়। উক্ত সার্টিফিকেটের সিরিয়াল নম্বর: ০০১৩১৮৯ এবং রোল নম্বর: ২১১২১২০৯। বহু খোঁজাখুঁজির পরও সনদপত্রটি পাওয়া যায়নি। খোঁজাখুঁজি অব্যাহত আছে।
এ কারণে গফরগাঁও থানা, ময়মনসিংহ জেলায় একটি সাধারণ ডায়েরী (জিডি) করা হয়েছে। জিডি ট্র্যাকিং নং: 9H488E, জিডি নং: ৩৩৪, তারিখ: ৯/০৪/২০২৫
সংবাদ লাইভ/হা. বিজ্ঞপ্তি
নিউজের জন্য: news.sangbadlive24@gmail.com