ads
ঢাকামঙ্গলবার , ৯ সেপ্টেম্বর ২০২৫
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

সার্টিফিকেট আটকে রাখার অভিযোগে গোবিপ্রবি শিক্ষার্থীর সংবাদ সম্মেলন

গোবিপ্রবি প্রতিনিধি
সেপ্টেম্বর ৯, ২০২৫ ১২:১৭ পূর্বাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) ফার্মেসি বিভাগের শিক্ষার্থী আতিক ফয়সাল তার সার্টিফিকেট-সংশ্লিষ্ট কাগজপত্র আটকে রাখার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন। সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে আতিক ফয়সাল বলেন, সনদপত্র উত্তোলনের জন্য সব প্রক্রিয়া সম্পন্ন করে গত ২৭ আগস্ট আমি প্রক্টর অফিসে ফর্ম জমা দিই। একই সঙ্গে আমার দুই সহপাঠীর ফর্ম জমা পড়লেও তাদের ফর্মে স্বাক্ষর হয়, কিন্তু আমার ফর্মে স্বাক্ষর হয়নি। এরপর থেকে বারবার চেষ্টা করেও প্রক্টর স্যারের কাছ থেকে কোনো উত্তর পাইনি। অফিসে গিয়েছি, অপেক্ষা করেছি, এমনকি হোয়াইটঅ্যাপ-এও বার্তা দিয়েছি, কিন্তু কোনো সাড়া পাইনি। ফলে এখনো আমার সার্টিফিকেট নিতে পারিনি, যার কারণে চাকরির জন্য সিভি ও সনদের কপি পাঠানোও সম্ভব হয়নি।

তিনি আরও বলেন, আমি কখনো কোনো শৃঙ্খলাভঙ্গ বা অবাঞ্ছিত কর্মকাণ্ডে জড়িত হইনি। এমনকি শৃঙ্খলা বোর্ড থেকেও আমার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক সিদ্ধান্ত হয়নি। তাই আমার সনদ আটকে রাখার কোনো আইনগত বা যৌক্তিক কারণ নেই। যদি নতুন কোনো সিদ্ধান্তও নেওয়া হয়, তা ভবিষ্যতের জন্য কার্যকর হবে, আগের পরীক্ষার সনদের ক্ষেত্রে প্রযোজ্য নয়।

সংবাদ সম্মেলনে সাংবাদিকরা জানতে চাইলে আতিক ফয়সাল আশঙ্কা প্রকাশ করে বলেন, প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হিসেবে আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনিয়মের বিরুদ্ধে সোচ্চার ছিলাম। বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থানের বিরোধীদের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় আমার সনদ আটকে দেওয়া হতে পারে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক ড. আরিফুজ্জামান রাজীব বলেন, তার বিষয়ে শৃঙ্খলা বোর্ডে সিদ্ধান্ত হয়েছে। তাকে শোকজ করা হয়েছে এবং সেই সিদ্ধান্তের চিঠি রেজিস্ট্রারের মাধ্যমে ইস্যু হওয়ার কথা। রেজিস্ট্রার চিঠি দিতে দেরি করেছে। তবে শিক্ষার্থীর উচিত ছিল আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করা। সে সংবাদ সম্মেলন করেছে, অথচ আমার সঙ্গে বসেনি।

তিনি আরও বলেন, আগেই শৃঙ্খলা বোর্ডের সিদ্ধান্ত হয়েছে। রেজিস্ট্রারের পক্ষ থেকে চিঠি না দেওয়ায় তাকে জানানো হয়নি। এটি প্রশাসনিক ত্রুটি।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।