ads
ঢাকাশুক্রবার , ১৭ মে ২০২৪
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

সাভারে জেসিআই ঢাকা মেট্রো’র ফ্রি ডেন্টাল ক্যাম্প, সাথে হেলদি লিভিং

নিজস্ব প্রতিবেদক
মে ১৭, ২০২৪ ১০:৩৭ অপরাহ্ণ
Link Copied!

তুরাগ নদী ঢাকার প্রাণ। তবে দখল, দূষণ এবং মানুষের সৃষ্টি নানা কারণে এই নদীপাড়ের মানুষ নানা স্বাস্থ্য ঝুঁকির মুখোমুখি। এই স্বাস্থ্য ঝুঁকি কমিয়ে আনতে জেসিআই ঢাকা মেট্রো রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টার (আরডিআরসি), টুথ ফেয়ারি ও হেলদি লিভিংয়ের সহযোগিতায়, ‘প্রজেক্ট হাসিমুখ’ নামের ডেন্টাল ক্যাম্পের উদ্যোগ নিয়েছে। যার আওতায় আজ সাভারের কাউন্দিয়া ইউনিয়নে ৪০০ জনেরও বেশি ব্যক্তিকে প্রয়োজনীয় ডেন্টাল সেবা প্রদান করা হয়।

ক্যাম্পটি, টুথফেইরি ফাউন্ডেশন, মেডিপ্লাস এবং সানফাই ফার্নিচার সহযোগিতায় আয়োজন করা হয়। যেখানে ক্যাচ বাংলাদেশ ক্রিয়েটিভ সহযোগী এবং কমিউনিটি পার্টনার হিসেবে ছিলেন হেলদি লিভিং এবং স্বপ্নডানা। ডেন্টাল ক্যাম্পের মাধ‌্যমে তুরাগ পারের সুবিধাবঞ্চিত সাধারণ মানুষ বিনামূল্যে দাঁতের চিকিৎসা পান। একই তারা টুথপেস্ট ও প্রয়োজনীয় স্বাস্থ‌্যতথ‌্য পান।

অনুষ্ঠানে যুক্ত হয়ে জেসিআই বাংলাদেশ-এর সভাপতি ইমরান কাদির বলেছেন, “এই ডেন্টাল ক্যাম্পটি শুধু গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা প্রদান করেনি বরং সম্প্রদায়ের সংহতির গুরুত্বকেও জোরদার করেছে। আমাদের মৎস্যজীবী সম্প্রদায়ের যত্ন নেওয়ার মাধ্যমে, আমরা আমাদের নদী সংস্কৃতির ঐতিহ্য এবং জীবিকার সুরক্ষাও করার চেষ্টা করছি।”

জেসিআই ঢাকা মেট্রোর ডিরেক্টর এবং ইভেন্ট ডিরেক্টর তৌফিক হাসান ক্যাম্পের প্রভাব তুলে ধারে বলেন, “এই ক্যাম্পটির মাধ‌্যমে আমরা সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছি। আমরা যাদের সাহায্য করেছি তাদের হাসি দেখা সবচেয়ে বড় পুরস্কার।”

রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টারের চেয়ারম্যান মোহাম্মদ এজাজ বৃহত্তর প্রভাবের উপর জোর দিয়ে বলেছেন “স্বাস্থ্যসেবা একটি মৌলিক অধিকার, এবং এই ধরনের উদ্যোগের মাধ্যমে, যাদের সবচেয়ে বেশি প্রয়োজন তাদের কাছে অত্যাবশ্যকীয় পরিষেবা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি আমরা।”

ক্যাম্পের একজন নেতৃস্থানীয় চিকিৎসক ডা. আলভি রহমান বলেছেন, “যাদের প্রয়োজন তাদের বিনামূল্যে দাঁতের যত্ন প্রদান করা একটি ভাল লাগার কাজ। এমন একটি উদ্যোগের অংশ হতে পারা একটি সম্মানের বিষয় যা মানুষের জীবনে বাস্তব সুবিধা নিয়ে আসে।”

জেসিআই ঢাকা মেট্রোর সভাপতি মো. শরিফুল ইসলাম বলেছেন “প্রজেক্ট হাসিমুখ আমাদের সামাজিক দায়বদ্ধতার একটি অংশ। জেসিআই ঢাকা মেট্রো এই উদ্যোগের মাধ‌্যমে সারাবছর তুরাগ পারের সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়াবে। ”

হেলদি লিভিংয়ের (www.healthylivingbd.com) চীফ অপারেটিং অফিসার আহসান রনি বলেন, “দেশের মানুষের স্বাস্থ্য ভালো রাখার জন্য যাবতীয় প্রোডাক্ট ও সার্ভিস নিয়ে কাজ করছে হেলদি লিভিং। একজন মানুষ সুস্থ্য থাকার জন্য দাঁতের যত্ন খুবই গুরুত্বপূর্ণ। ডেন্টাল ক্যাম্পটির সাথে তাই হেলদি লিভিং সার্বিক সহায়তা প্রদান করেছে।”

অন্যান্যদের মধ্যে জেসিআই ঢাকা মেট্রোর জেনারেল সেক্রেটারি ও ইভেন্ট কনভেনার মুস্তাকিম হাসান, জেসিআই ঢাকা মেট্রোর ডিরেক্টর এবং স্বপ্নডানা ফাউন্ডেশনের সহ-প্রতিষ্ঠাতা ফারজানা ইসলাম, হেলদি লিভিং-এর সিইও মৌসুমী বাধন এবং জেসিআই ঢাকা মেট্রোর ইমিডিয়েট পাস্ট লোকাল প্রেসিডেন্ট সানামা ফয়েজ অনুষ্ঠানে যোগ দেন।

ক্যাম্পটিতে পাপেট শো-এর আয়োজন করা হয় স্বাস্থ‌্য সচেতনতা বাড়াতে। ডেন্টাল ক্যাম্পটি বৃহত্তর ‘প্রজেক্ট হাসিমুখ’ উদ্যোগের অংশ, যার লক্ষ্য হল সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা, দক্ষতা এবং জল সহায়তা প্রদান করা।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।