ads
ঢাকাশনিবার , ৫ জুলাই ২০২৫
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

সাংবাদিকতার ব্যস্ততা পেছনে রেখে বাকৃবিসাস সদস্যদের টাঙ্গুয়ার হাওরে তিন দিনের সফর

বাকৃবি প্রতিনিধি
জুলাই ৫, ২০২৫ ১০:৪২ অপরাহ্ণ
Link Copied!

পেশাগত ব্যস্ততা আর দায়িত্বের বাইরে কিছুটা প্রশান্তি, প্রকৃতির সান্নিধ্য এবং পারস্পরিক বন্ধন দৃঢ় করতে তিন দিনের ভ্রমণে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরের পথে পাড়ি জমিয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (বাকৃবিসাস) সদস্যরা।

শনিবার (৫ জুলাই) সন্ধ্যায় ১২ সদস্যের একটি প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে রওনা দেন সিলেট বিভাগের এই জলাভূমি সৌন্দর্যের টানে। তিন দিনের এই সফরে তাঁরা হাওরের অপার প্রাকৃতিক শোভা, নৌবিহার, সূর্যোদয়-সূর্যাস্তের মনোমুগ্ধকর দৃশ্য এবং স্থানীয় সংস্কৃতির সঙ্গে ঘনিষ্ঠভাবে পরিচিত হবেন। আগামী ৮ জুলাই সকালে তাদের ময়মনসিংহে ফেরার কথা রয়েছে।

বাকৃবিসাসের সভাপতি হাবিবুর রহমান রনি বলেন, “সাংবাদিকতা একটি দায়িত্বশীল পেশা। সারাবছর আমাদের সদস্যরা কঠোর পরিশ্রম করেন, ক্যাম্পাস ও জাতীয় পর্যায়ের সংবাদ সংগ্রহ, লেখালেখি ও প্রতিবেদন তৈরি করেন। এই ভ্রমণের উদ্দেশ্য শুধুমাত্র আনন্দ নয়, বরং মানসিক প্রশান্তি ও সৃজনশীলতা ফিরিয়ে এনে আবারও নতুন উদ্যমে কাজের মাঠে নামা। টাঙ্গুয়ার হাওরের এই যাত্রা আমাদের সদস্যদের মাঝে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতার বন্ধন আরও দৃঢ় করবে।”

ভ্রমণের অন্যতম আয়োজক  মো. তানিউল করিম জীম বলেন, “এই সফর শুধু আনন্দদায়ক নয়, বরং এটি হবে আমাদের জন্য আত্মিক প্রশান্তির এক নতুন অভিজ্ঞতা। আমরা চাই এই যাত্রা সবার জন্য নিরাপদ, আনন্দময় এবং স্মরণীয় হয়ে থাকুক।”

বাকৃবিসাসের সাধারণ সম্পাদক মো. আমান উল্লাহ বলেন, “টাঙ্গুয়ার হাওরের প্রতিটি মুহূর্ত আমাদের মনে একেকটি গল্প হয়ে থাকবে। এই ভ্রমণ আমাদের মাঝে সহযোগিতা, বন্ধন ও সমন্বয়ের অনুভূতি আরও জোরালো করবে। এমন অভিজ্ঞতা আমাদের পেশাগত জীবনে নতুন অনুপ্রেরণা জোগাবে।”

উল্লেখ্য, গত বছর বাকৃবিসাসের বার্ষিক ভ্রমণের গন্তব্য ছিল ভারতের দিল্লি ও আগ্রা। এছাড়াও ২০২২ কার্যনির্বাহী কমিটির নেতৃত্বে সাংবাদিক সমিতি ভূস্বর্গ কাশ্মীর ভ্রমণ করেছে এসেছে।  দেশ ছাড়িয়ে আন্তর্জাতিক ভ্রমণের অভিজ্ঞতার পর এবারের সফর দেশের মাটিতে হলেও, টাঙ্গুয়ার হাওরের সৌন্দর্য নতুন করে সবাইকে রোমাঞ্চিত করেছে। সদস্যরা আশা করছেন, এই সফর থেকে পাওয়া প্রশান্তি আগামী দিনের সাংবাদিকতায় আরও গতি ও মানসিক দৃঢ়তা এনে দেবে।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।