ads
ঢাকামঙ্গলবার , ১৫ অক্টোবর ২০২৪
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

সরকারের সিদ্ধান্তে আস্থা নেই বোরির কর্মকর্তাদের

নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১৫, ২০২৪ ১২:৫৯ পূর্বাহ্ণ
Link Copied!

বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইন্সস্টিটিউট এর সংস্কারের লক্ষ্যে বিগত ফ্যসিস্ট হাসিনার আস্থাভাজন মহাপরিচালক হিসেবে নিযুক্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডঃ তৌহিদা রশিদ এর চুক্তি বাতিল করে জনপ্রশাশনের একটি প্রজ্ঞাপনের মাধ্যমে গত ০৭ অক্টোবর ২০২৪ তারিখে বাংলাদেশ নৌবাহিনীর হাইড্রোগ্রাফি ও ওশানোগ্রাফি বিষয়ে বিশেষজ্ঞ কমডোর – এমডি মিনারুল হক (এইচ), বিসিজিএম, পিএসসি, বিএন কে নিয়োগ প্রদান করা হয়।

নবনিযুক্ত বোরি’র মহাপরিচালক কমডোর এম মিনারুল হক ইতোপূর্বে বাংলাদেশ নৌবাহিনীতে ডাইরেক্টর অব হাইড্রোগ্রাফি, ডাইরেক্টর অব-ব্লু-ইকোনমি এবং বাংলাদেশ নৌবাহিনীর হাইড্রোগ্রাফিক ও ওশানোগ্রাফিক রিসার্চ সেন্টারের অধিনায়ক হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশের অন্যতম ‘ওশান রিসোর্স পারসন’ হিসেবে পরিচিত কমডোর মিনারুল হক ‘বাংলাদেশ ইন্সটিটিউট অব মেরিটাইম রিসার্চ এন্ড ডেভলপমেন্ট’ (বিমরাড) এর মহাপরিচালক হিসেবেও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইন্সটিটিউট (বোরি) এর মহাপরিচালক নিয়োগের পূর্বে মেরিটাইম ইউনিভার্সিটিতে আর্থ ও ওশান সাইন্স ফ্যাকাল্টির ডিন এবং ওশানোগ্রাফি ডিপার্টমেন্টের হেড হিসেবে কর্মরত ছিলেন। যেখানে তিনি ওশানোগ্রাফিক বিষয়ে অনার্স ও মাস্টার্স পর্যায়ের শিক্ষার্থীদের মূল্যায়ন করেছেন। কমডোর মিনারুল হক গত প্রায় ৩০ বছর যাবৎ হাইড্রোগ্রাফি ও ওশানোগ্রাফি বিষয়ক কর্মকাণ্ডসহ সমুদ্র গবেষণা কার্যক্রমে নিয়োজিত রয়েছেন। সেই হিসেবে উনি এ প্রতিষ্ঠানের জন্য যথেষ্ট উপযুক্ত একজন মহাপরিচালক।

বিভিন্ন উৎস হতে প্রাপ্য তথ্য অনুসারে সমুদ্র সম্পদের সুরক্ষা এবং সমুদ্র গবেষণায় বাংলাদেশ নৌবাহিনী পথিকৃৎ হিসেবে বাংলাদেশ ওশানোগ্ৰফিক রিসার্চ ইনস্টিটিউট প্রতিষ্ঠার বহু পূর্ব হতেই দায়িত্ব পালন করে যাচ্ছে। সমুদ্রসীমার নিরাপত্তা বিধানের সাথে সাথে সমুদ্র গবেষণায় গুরুত্বারোপ করে ১৯৮৩ সাল থেকে হাইড্রোগ্রাফি ডিপার্টমেন্ট এবং পরবর্তীতে ব্লু-ইকোনমি সেল সংযোজন করে নৌবাহিনী। বাংলাদেশ নৌবাহিনী হাইড্রোগাফিক এন্ড ওশনোগ্রফিক সেন্টারের (বিএনএইচওসি) অধীনে পরিচালিত সমুদ্র বিজ্ঞান গবেষণা ও হাইড্রোগ্রাফিক সার্ভে যা আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনে সক্ষম হয়েছে। সমুদ্র অর্থনীতির উন্নয়ন বাস্তবায়ন লক্ষ্যে গবেষণা কার্যক্রম পরিচালনা করছে নৌবাহিনী। সেই সাথে তাদের ৫টি রিসার্চ শিপ ও কিছু বিশেষায়িত সার্ভে বোট সমুদ্র গবেষণায় ইতোমধ্যে সাফল্য দেখিয়েছে বলেও জানা যায়। বর্ণিত এ সকল গবেষণা কার্যক্রমে কমডোর মিনারুল হক সরাসরি জড়িত ছিলেন বলে তথ্য পাওয়া যায়।

মন্ত্রনালয়ের প্রজ্ঞাপন জারি হবার পর সাবেক দুর্নীতিগ্রস্থ মহাপরিচালকের দোসর কর্মরত বিভাগীয় প্রধানসহ কিছু বৈজ্ঞানিক কর্মকর্তা ও কর্মচারীরা এই বিশিষ্ট একাডেমিশিয়ান ও সিনিয়র নৌবাহিনীর কর্মকর্তার বিরুদ্ধে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেন। বিগত সরকারের সুবিধাভোগী কর্মকর্তা কর্মচারীরা নবনিযুক্ত মহাপরিচালকের নিয়োগে অসন্তুষ্ট হয়ে অপপ্রচারে লিপ্ত হয়েছেন এবং ধর্মঘট পালন করছেন যা কিনা বিগত দিনের নৈরাজ্য টিকিয়ে রাখার অপচেষ্টা ও একইসাথে বর্তমান সরকারের বিরুদ্ধাচারন।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বৈজ্ঞানিক কর্মকর্তা ও কর্মচারীর সাথে কথা বলে জানা যায় তারা সরকারের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন এবং আশা করছেন নবনিযুক্ত মহাপরিচালক ভাল কিছু গবেষনার মাধ্যমে বোরিকে সঠিকভাবে পরিচালিত করে সুনীল অর্থনীতির উন্নয়নে বিশেষ ভূমিকা পালনে সচেষ্ট থাকবেন। যেহেতু নবনিযুক্ত মহাপরিচালক নিজেও একজন অভিজ্ঞ সমুদ্রবিজ্ঞানী। মহাপরচালকের কাছে তাদের প্রধান দাবী হলো বিগত দিনের সকল অনিয়ম দুর্নীতির সুষ্ঠ বিচার, চাকুরীর পদোন্নতি, পূর্বের মহাপরিচালক কর্তৃক স্বৈরাচারী কায়দায় বরখাস্তকৃত কর্মকর্তাদের স্বপদে ফিরিয়ে এনে সকল কর্মকর্তা কর্মচারীর চাকুরীর নিরাপত্তা প্রদান করাসহ গবেষণা প্রতিষ্ঠানকে সত্যিকারের গবেষণাকেন্দ্র হিসেবে রুপান্তরিত করা।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।