পর্যটকদের কারণে নানাভাবে দূষিত হচ্ছে দেশের সমুদ্র সৈকত। হুমকিতে পড়ছে সমুদ্রের জীববৈচিত্র্য। সমুদ্রের পরিবেশ রক্ষা ও পর্যটকদের সচেতন করতে ব্যতিক্রমী পুতুল নাট্য (পাপেট শো) ও মাপেট শো (পুতুল অভিনয়) উপস্থাপন করেছে কাকতাড়ুয়া পাপেট থিয়েটার।জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বর্ষের একদল শিক্ষার্থীরা এটির আয়োজন করেছে।
এ আয়োজনে অংশ নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। যাদের মধ্যে রয়েছেন আসাদুজ্জামান আশিক, তারেক হোসেন, শ্রী কৃশ্নো ও আমিনুল ইসলাম প্রমুখ।
আয়োজকরা জানান, সামুদ্রিক পরিবেশ সচেতনতায় যাত্রা পথে বিভিন্ন স্থানীয় স্কুলে তারা পাপেট শোর আয়োজন করবেন। একই সঙ্গে ফেলে দেওয়া প্লাস্টিক দিয়ে পাপেট বানানো শেখাবেন। রবিবার এ আয়োজনের শুরু হয়েছে। চলবে সোমবারও।
জাবির নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সাবেক শিক্ষার্থী আসাদুজ্জামান আশিক বলেন, আমরা টেকনাফের সমুদ্র জেটি ও সেন্টমার্টিনের সমুদ্র সৈকতসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এ আয়োজনটি পরিচালনা করছি। এছাড়াও প্লাকার্ড, ফেস্টুনেও পরিবেশ সচেতনার বার্তা প্রচার করছি।
কাকতাড়ুয়া পাপেট থিয়েটারের এই প্রতিষ্ঠাতা বলেন, পরিবেশ দূষণ রোধ করা তথা সমুদ্রকে রক্ষা করাই আমাদের প্রধান উদ্দেশ্য। বিশ্বের সবচেয়ে বড় সমুদ্র সৈকতের পরিবেশ রক্ষায় একটি কাজ করতে চাচ্ছি। আমরা সমুদ্র তীরে পাপেট শো, মাপেট শো থেকে বেশকিছু ব্যতিক্রমী প্রচার অভিযান করতে যাচ্ছি। পাপেট আমাদের দেশীয় একটি ঐহিত্য, এটির মাধ্যমে পর্যটকদের পরিবেশ বিষয়ে সচেতন করতে বেশ কিছু বার্তা দিতে চাই। যার কারণে আমাদের পর্যটকরা সচেতন হয় ও সমুদ্র দূষণ রোধে তারাও এগিয়ে আসে।
উল্লেখ্য, কাকতাড়ুয়া পাপেট থিয়েটার একটি সামাজিক বিনোদনমূলক সংগঠন। সংগঠনটি ২০১৯ সাল থেকে সমাজ পরিবর্তনের জন্য বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করছে এবং সমাজকে সুন্দরভাবে বিনির্মাণের জন্য এর আগে তারা বেশকিছু কাজ করে প্রশংসা কুড়িয়েছে সারা দেশে।
নিউজের জন্য: news.sangbadlive24@gmail.com