সমকাল সুহৃদ সমাবেশ বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন নূর ইসলাম নিয়ন এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন জাকিয়া সুলতানা শিমু।
ঘোষিত কমিটিতে যুগ্ম আহ্বায়ক হয়েছেন সাইফুল এবং যুগ্ম সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন মো. শাহরিয়ার। এছাড়া অতশী তালুকদার কমিটির কোষাধ্যক্ষ পদে দায়িত্ব পালন করবেন।
কমিটির অন্যান্য পদে রয়েছেন—
দপ্তর সম্পাদক: মাসুদ রানা, প্রচার সম্পাদক: তাহসিন সারা, সাংস্কৃতিক সম্পাদক: আশিকুজ্জামান রিদয়, পাঠচক্র বিষয়ক সম্পাদক: ফাতেমা তুজ জোহরা, সাহিত্য বিষয়ক সম্পাদক: নুসরাত জাহান
এ ছাড়া কমিটির সদস্য হিসেবে হয়েছেন—
ইমা মাহমুদ শোভা, মুনতাসির রাহি, শশী কান্ত রয়, অনিমেষ সমাদ্দার, রিদয় কুমার, কাজী তৌফিকুর রহমান সিয়াম,জাবেদ শিকদার, শুভেচ্ছা ইসলাম, মো সাইফ, সানজিদা শিকদার , প্রিয়াংকা বিশ্বাস প্রেমা, মো জাহিদ হোসাইন সায়মুন ইসলাম সামচ, মোসা. সুমাইয়া আক্তার (ছোঁয়া), আফরিন আকতার, নাফিসা আনোয়ার নাবিল, ওরাইনা খান চৌধুরী, আইরিন নাহার, ফারিয়া হাফিজ, হালিমাতুস সাদিয়া, মো. মাফিদুল হাসান, মো. জাহিদুল ইসলাম, প্রত্যয় আচার্য্য (আহমাদুল্লাহ), মো. তামিম, মোসা. ফাতিমা আক্তার তোয়া, মো. মেহেদী হাসান এবং মো. সামিউল ইসলাম সিফাত, ধীমান ঢালী ।
নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে সংগঠনের সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন যে, নতুন নেতৃত্ব সমকাল সুহৃদ সমাবেশ বরিশাল বিশ্ববিদ্যালয় শাখাকে আরও সক্রিয়, সংগঠিত ও শিক্ষার্থীবান্ধবভাবে এগিয়ে নিয়ে যাবে।


