মেজর লিগ সকারের (এমএলএস) অল স্টার ম্যাচে অংশ না নেয়ায় এক ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন ইন্টার মায়ামির দুই অভিজ্ঞ খেলোয়াড় লিওনেল মেসি ও জর্দি আলবা। ফলে বাংলাদেশ সময় রোববার (২৭ জুলাই) সকালে সিনসিনাটির বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে তাদের পাবে না ফ্লোরিডাভিত্তিক দলটি।
মেসি ও আলবা ছিলেন অল স্টার ম্যাচের জন্য ঘোষিত প্রাথমিক দলে। তবে চোট না থাকলেও দুজনেই ম্যাচ থেকে নিজেদের সরিয়ে নেন, যা এমএলএসের নিয়ম অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। নিয়ম অনুযায়ী, কোনো চোট ছাড়া অল স্টার ম্যাচে না খেললে সংশ্লিষ্ট খেলোয়াড়কে পরবর্তী একটি ম্যাচে নিষিদ্ধ করা হয়।
গত বৃহস্পতিবার (২৪ জুলাই) অনুষ্ঠিত অল স্টার ম্যাচে লিগা এমএক্স একাদশকে ৩-১ গোলে হারায় এমএলএস অল স্টাররা। মায়ামি থেকে মেসি ও আলবা ছাড়া আর কোনো খেলোয়াড় দলে জায়গা পাননি। তবে তারা দুজনই সেই ম্যাচে অংশগ্রহণ করেননি।
নিউজের জন্য: news.sangbadlive24@gmail.com