ads
ঢাকামঙ্গলবার , ৬ আগস্ট ২০২৪
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

শেখ হাসিনার পদত্যাগে কেআইবিতে এ্যাব’র বিজয় উল্লাস

নিজস্ব প্রতিবেদক
আগস্ট ৬, ২০২৪ ৯:২৮ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের ঘোষণা দিয়েছেন। ১৫ বছরের দীর্ঘ শাসনামলের অবসান ঘটিয়ে তার এই পদত্যাগের ঘোষণায় রাজধানী ঢাকার কৃষিবিদ ইনস্টিউশন অব বাংলাদেশে (কেআইবি) বিজয় উল্লাস করেছে বিএনপিপন্থী কৃষিবিদদের সংগঠন এগ্রিকালচারিস্ট’স এসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব)। মঙ্গলবার (৬ আগস্ট ২০২৪) বিকালে সহস্রাধিক কৃষিবিদ, কৃষি গবেষক, কৃষিবিজ্ঞানী ও বিভিন্ন কৃৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এ বিজয় উল্লাসে যোগ দেন।

এ সময় কৃষিবিদদরা অভিযোগ করেন, সরকারের কৃষি নীতিমালা এবং প্রণোদনা সঠিকভাবে বাস্তবায়িত না হওয়ায় কৃষি খাত উন্নত হচ্ছিল না। ফলস্বরূপ, ফসলের উৎপাদন কমে যাচ্ছিল এবং কৃষকদের আর্থিক সমস্যা বৃদ্ধি পাচ্ছিল। শেখ হাসিনার পদত্যাগের পর, নতুন নেতৃত্বের প্রতি তাদের আশা ও প্রত্যাশা বেড়ে গেছে।

তারা বলেন, “স্বৈরশাসক শেখ হাসিনার পদত্যাগের ফলে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কে আগামীর ক্ষমতায় আনবো। আমরা বিশ্বাস করি, বিএনপি ক্ষমতায় আসলে কৃষি খাতে আমূল পরিবর্তন ও উন্নতি সাধিত হবে। আমাদের দেশের অর্থনীতি মূলত কৃষি নির্ভর, তাই এ খাতের উন্নয়ন অত্যন্ত জরুরি।”

জানা গেছে, শেখ হাসিনার পদত্যাগের ঘোষণার পরপরই রাজধানী ঢাকায় এ্যাব একটি শান্তিপূর্ণ সমাবেশের মাধ্যমে বিজয় উল্লাসের আয়োজন করে। এ উল্লাসে অংশগ্রহণকারীরা জানান, তারা আশা করেন বিএনপি কৃষকদের সমস্যাগুলি সমাধানে কার্যকর পদক্ষেপ নেবে।

এগ্রিকালচারিস্ট’স এসোসিয়েশন অব বাংলাদেশের (এ্যাব) নেতারা জানান, আগামীর নেতৃত্ব বিএনপির কাছ থেকে কৃষি খাতে উন্নয়নের ব্যাপারে কার্যকর পদক্ষেপ আশা করছেন। শেখ হাসিনা পদত্যাগের কারণে দেশের কৃষক ও কৃষিবিদরা তাদের আশার আলো দেখতে পাচ্ছেন এবং নতুন সূচনার অপেক্ষায় রয়েছেন।

সংবাদ লাইভ/কেআইবি/ঢাকা

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।