ads
ঢাকাশনিবার , ৩১ ডিসেম্বর ২০২২
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

শিক্ষা মন্ত্রণালয়ের নতুন সচিব সোলেমান

সংবাদ লাইভ
ডিসেম্বর ৩১, ২০২২ ১১:৫৯ অপরাহ্ণ
Link Copied!

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে সোলেমান খানকে নতুন সচিব ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। ভূমি সংস্কার বোর্ড চেয়ারম্যান (সচিব) থেকে তাকে এ নতুন পদায়ন করা হয়েছে। নতুন সচিব পদায়নের পাশাপাশি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বর্তমান সচিব মো. আবু বকর ছিদ্দীককে ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান হিসেবে বদলি করা হয়েছে।

আজ শনিবার প্রকাশিত প্রজ্ঞাপনে জানানো হয়, জারীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে। সোলেমান খান ১৯৯৩ সালে বিসিএস প্রশাসন ক্যাডারে (১১তম বিসিএস) সহকারী কমিশনার হিসেবে সিলেট বিভাগে প্রথম যোগদান করেন। এরপর বিভিন্ন জেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেছেন। পর্যায়ক্রমে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে দায়িত্ব পালন করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান থেকে ১৯৮৭ সালে বিকম (সম্মান) এবং ১৯৮৮ সালে এমকম পাস করেন সোলেমান খান। পরবর্তীতে তিনি ইয়ামাগুচি ইউনিভার্সিটি, জাপান থেকে অর্থনীতিতে আরো একটি মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। এ ছাড়া দেশ-বিদেশে বহু প্রশিক্ষণ, সেমিনার ও শিক্ষা সফরে অংশগ্রহণ করেছেন।

সোলায়মান খান টাঙ্গাইল জেলার সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি রাজবাড়ী-১ আসনের প্রয়াত জাতীয় সংসদ সদস্য এবং জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ভাষাসৈনিক অ্যাডভোকেট আব্দুল ওয়াজেন চৌধুরীর গ্রাম পারিবারিক জীবনে তিনি সংসদ সদস্য সালমা চৌধুরী রুমার (সংরক্ষিত মহিলা আসন-৩৩৪) স্বামী এবং তিন পুত্রসন্তানের জনক।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।