বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উপাচার্য প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও সম্প্রসারণ কার্যক্রমে অধিকতর গতিশীলতা আনয়নের লক্ষ্যে ছয়টি অনুষদের ডিন ও বিভাগীয় প্রধানদের সঙ্গে মতবিনিময় করেছেন।
মঙ্গলবার ও বুধবার (২২ ও ২৩ জুলাই) বিশ্ববিদ্যালয়ের সব অনুষদে আলাদাভাবে অনুষ্ঠিত এসব সভায় তিনি সংশ্লিষ্ট অনুষদগুলোর একাডেমিক কার্যক্রম, গবেষণা, কোর্স কারিকুলাম, শিক্ষার্থীদের অংশগ্রহণ এবং বিভাগীয় ব্যবস্থাপনা নিয়ে খোলামেলা আলোচনা করেন।
উপাচার্য বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের সার্বিক উৎকর্ষতা অর্জনে অনুষদ ও বিভাগের ভূমিকা অপরিহার্য। শিক্ষা ও গবেষণার মান বাড়াতে হলে সংশ্লিষ্ট শিক্ষকদের আরও বেশি দায়িত্বশীল হতে হবে।’
তিনি আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের গৌরবময় ঐতিহ্য ধরে রাখতে হলে আমাদের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে শৃঙ্খলা ও পেশাদারিত্ব নিশ্চিত করতে হবে। ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের একযোগে কাজ করতে হবে।’
মতবিনিময় সভায় কৃষি, ভেটেরিনারি, পশুপালন, মাৎস্যবিজ্ঞান, কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজ বিজ্ঞান এবং কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন ও বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন।


