ads
ঢাকারবিবার , ৭ সেপ্টেম্বর ২০২৫
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

শাবিপ্রবি শিক্ষার্থীদের কোরআন জানতে হবে: উপাচার্য সরওয়ারউদ্দিন

ক্যাম্পাস ডেস্ক
সেপ্টেম্বর ৭, ২০২৫ ১:৫৯ পূর্বাহ্ণ
Link Copied!

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক সরওয়ারউদ্দিন চৌধুরী বলেছেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কোরআন জানতে হবে। এটি শুধু পড়লেই হবে না, বরং অর্থসহ আয়ত্ত করতে হবে।

শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

এসময় উপাচার্য বলেন, “শাবিপ্রবি দেশের একটি ভালো উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান। তাই এখানকার শিক্ষার্থীদের কোরআন শুধু পড়লেই হবে না। এটিকে অর্থসহ জানতে। তাহলেই ঈদে মিলাদুন্নবী জীবনে বাস্তব প্রতিফলন ঘটবে।”

তিনি আরও বলেন, “গত সতেরো বছর ধরে এ ধরনের অনুষ্ঠান খুব একটা হতো না। হলেও এটা বলা যাবে না, সেটা বলা যাবে না ইত্যাদি নিষেধাজ্ঞা থাকতো।”

এ সময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, সালাত কায়েম, আল্লাহকে ভয় করা, জমিতে অহংকারের সহিত চলাফেরা না করা ও উচ্চস্বরে কথা না বলার চর্চা আমাদের মধ্যে থাকতে হবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক সাজেদুল করিম, সাবেক উপাচার্য অধ্যাপক মুসলেহ উদ্দিন।

এতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ পরিচালনার কমিটির সভাপতি অধ্যাপক মো. কামরুল ইসলামের সভাপতিত্বে মুখ্য আলোচক হিসেবে বন্দরবাজারের হাজি কুদরত উল্লাহ জামে মসজিদের খতিব সাঈদ বিন নুরুজ্জামান আল মাদানী, বিশেষ আলোচক হিসেবে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ মতিউর রহমান বক্তব্য রাখেন।

এরআগে গতকাল শুক্রবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের আইআইসিটি ভবনের নিচ তলায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও শাহজালাল ইউনিভার্সিটি স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠান শেষে এ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন উপাচার্য অধ্যাপক সরওয়ারউদ্দিন চৌধুরী।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।