প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৫, ২০২৬, ১০:০৮ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৪, ২০২৩, ২:৪৭ অপরাহ্ণ
শরতের শুভ্রতায় মেতেছে জবির সমাজবিজ্ঞান বিভাগ
সিদরাতুল মুনতাহা: শিউলি ফুলের সুবাসে যেন মেতে রয়েছে এই বাংলার প্রকৃতি, কাশফুলে দোল দিচ্ছে মৃদু বাতাস, শুভ্রতা যেন ছড়িয়ে রয়েছে সমগ্র বাংলা জুড়ে। এই ঝকঝকে নীল আকাশ, এই ফুলের পাপড়ির দোল দেয়া বাতাস, এগুলোর মাধ্যমেই প্রকৃতি জানিয়ে দিচ্ছে যে শরৎ ঋতু মুগ্ধতা ছড়াচ্ছে আমাদের বাংলায়।
বর্ষার শেষেই আগমন ঘটে শুভ্রতার প্রতীক শরৎ ঋতুর। ভাদ্র-আশ্বিন এই দুই মাস ধরে প্রকৃতিকে শুভ্রতার এক অনন্য রুপ দেয় শরৎ ঋতু। প্রতিবারের ন্যায় এইবার ও বর্ষার অবসান ঘটেছে এবং ঋতু পরিক্রমায় মুগ্ধতা ও কোমলতা নিয়ে প্রকৃতিতে হাজির হয়েছে ঋতুর রানী শরতের। আমাদের বাঙালিয়ানা বৈশিষ্ঠ্যের মধ্যে একটি হলো ঋতুবরণ উৎসব। প্রতিবছর দেশের বিভিন্ন স্থানে, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনে, শিক্ষাপ্রতিষ্ঠানে কিংবা বিশ্ববিদ্যালয় গুলোতে নানারকম আয়োজনে বরণ করে নেয়া হয়। এরই ধারাবাহিকতায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে 'উৎসবে-আনন্দে স্মরি বাংলার ঐতিহ্য' শিরোনামকে সামনে রেখে শরৎ উৎসবের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে বিভাগীয় চেয়ারম্যান সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন। এই উৎসবে শরতের শুভ্রতাকে ফুটিয়ে তুলতে শিক্ষার্থীদের ছিল নাচ, গান, আবৃত্তি সহ নানা সাংস্কৃতিক আয়োজন।
এছাড়া শিক্ষক-শিক্ষার্থীদের সাদা-আকাশী রঙের শাড়ি-পাঞ্জাবিতে, মেয়েদের খোঁপায় শিউলি ফুলের মালা, খই-বাতাসা সহ নানা ঐতিহ্যবাহী খাবারের আয়োজন 'শরৎ উৎসব' কে যেন আরো ফুটিয়ে তুলেছিল। এভাবেই শরতের রূপ-মাধুর্যে নীল আকাশের সাদা মেঘের ভেলার মতো প্রকৃতির শুভ্রতা ফুটিয়ে তুলতে ঋতুর রানী শরৎ কে বরণ করে নিয়েছে সমাজবিজ্ঞান বিভাগের সকল শিক্ষার্থী।
লেখক: শিক্ষার্থী, সমাজবিজ্ঞান বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়
নিউজের জন্য: news.sangbadlive24@gmail.com
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: +8809638214724
www.sangbadlive24.com