১০ ট্রাক অস্ত্র চোরাচালান মামলায় প্রাক্তন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ পাঁচজনকে খালাস দিয়েছে উচ্চ আদালত। একইসঙ্গে উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়াসহ পাঁচজনকে অস্ত্র আইনে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিচারপতি মোস্তফা জামান ইসলাম এবং বিচারপতি নাসরিন আখতার সমন্বয়ে গঠিত উচ্চ আদালতের বেঞ্চ এই রায় প্রদান করেন।
২০০৪ সালে চট্টগ্রামের সিইউএফএল জেটি থেকে বিশাল অস্ত্রের চালান জব্দের ঘটনায় এ মামলা হয়। বিচারিক আদালত পূর্বে উচ্চপদস্থ কর্মকর্তা এবং রাজনৈতিক ব্যক্তিত্বসহ ১৪ জনকে পৃথক অভিযোগে মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল। তবে, উচ্চ আদালতের নতুন রায়ে কিছু পূর্ববর্তী দণ্ড বাতিল হয়েছে, কারণ আদালত পর্যাপ্ত প্রমাণ না পাওয়ায় এ সিদ্ধান্ত দিয়েছে।
খালাসপ্রাপ্তদের মধ্যে সিইউএফএল, এনএসআই এবং শিল্প মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন। এছাড়াও, মামলায় অভিযুক্ত মৃত ব্যক্তিদের দণ্ড বাতিল করা হয়েছে। আদালতের এই রায় লুৎফুজ্জামান বাবরের মুক্তির পথে শেষ আইনি বাধা দূর করেছে।


