কুড়িগ্রাম জেলার পুরানো সাংস্কৃতিক সংগঠন ললিতকলা একাডেমির ৪১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শনিবার (২ ডিসেম্বর ২০২৩) সন্ধ্যা ৭টায় কুড়িগ্রাম টাউনহল মিলোনায়তনে বিপুল সংখ্যক সাংস্কৃতিক কর্মীর অংশগ্রহণে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্বোধন করেন কুড়িগ্রাম পৌরসভার মেয়র কাজিউল ইসলাম।
এসময় ললিতকলা একাডেমির বর্তমান সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজার রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে শুরু করা হয়। পরে সংগঠনটির কার্যকরী সদস্যদের বক্তব্যের পর সাংস্কৃতিক শিক্ষার্থী এবং কর্মীরা বিভিন্ন কোরিগ্রাফিতে অংশ গ্রহন করেন। এসময় উপস্থিত দর্শকদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, কুইজ প্রতিযোগিতা এবং পুরষ্কার বিতরণ করা হয়।
বিগত দিনে বিভিন্ন সাংস্কৃতিক আন্দোলন সহ কুড়িগ্রাম জেলার সংস্কৃতির বিকাশে সংগঠন টি দীর্ঘদিন যাবৎ সুনামের সঙ্গে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
সংবাদ লাইভ/কুড়িগ্রাম
নিউজের জন্য: news.sangbadlive24@gmail.com