বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানী ঢাকায় পূর্বঘোষিত একটি কর্মসূচি পরিবর্তন করা হয়েছে। আগামীকাল মঙ্গলবার র্যালির পরিবর্তে দলের পক্ষে খাল পরিষ্কারসহ নানা উদ্যোগ নেওয়া হয়েছে।
আজ সোমবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী রাজধানীতে সাংবাদিকদের এ কথা জানান। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামীকাল বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র্যালি হওয়ার কথা ছিল।
রুহুল কবির রিজভী জানান, জনদুর্ভোগের কথা চিন্তা করে ঢাকায় বিএনপির আগামীকালের র্যালি বাতিল করা হয়েছে।
তিনি জানান, এর পরিবর্তে মজাপুকুর, খাল, নালা পরিষ্কার কর্মসূচি পালন করবে ঢাকা মহানগর উওর দক্ষিণ।
www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।


