মাঠে খেলছে ব্রাজিল, গ্যালারিতে বসে তা দেখছেন রোনালদো নাজারিও, কাফু, রবার্তো কার্লোস, কাকার মতো কিংবদন্তিরা। ব্রাজিলিয়ান মহাতারকাদের এই উপস্থিতি সোমবার রাতের ম্যাচটির আবহই বদলে দিয়েছি। প্রথমবারের মতো সুইজারল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের মঞ্চে জয় তুলে নেয় ব্রাজিল। ১-০ গোলের এই জয় মাঠে বসেই দেখেছেন ব্রাজিল কিংবদন্তিরা।
এরপরই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে কিংবদন্তি রোনালদোর সঙ্গে তরুণ রদ্রিগোর একটি সাক্ষাতকারের ভিডিও।
সুইজারল্যান্ডের বিপক্ষে বদলি হিসেবে নেমেছিলেন রদ্রিগো। ম্যাচের ৮৩ মিনিটে কাসেমিরোর গোলটি এসেছে তার পাস থেকেই। ম্যাচ শেষে জার্সি-বুট পরেই তিনি রোনালদোর সঙ্গে সাক্ষাতকারে বসে যান। সেখানে রোনালদো তাকে শোনান মাত্র ১৮ ছুঁই ছুঁই বয়সে ’৯৪ বিশ্বকাপে খেলার স্মৃতি। সেবার রোনালদো ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াডে থাকলেও তাকে খেলানো হয়নি। বিশ্বকাপ দলের সঙ্গে রাখা হয়েছিল শেখানোর জন্য। সেই রোনালদোই পরে হয়ে ওঠেন কিংবদন্তি।
চোখের সামনে রোল মডেলকে দেখতে পেয়ে রদ্রিগো তাকে যে শ্রদ্ধাটা দেখালেন- সেটাই আজ আন্তর্জাতিক ফুটবলের অন্যতম আলোচিত ঘটনা। সাক্ষাৎকারের শেষে রদ্রিগোকে শুভকামনা জানিয়ে তার সঙ্গে হাত মেলান রোনালদো। তখনই রদ্রিগো হঠাৎ ‘দ্য ফেনোমেনন’-এর পা স্পর্শ করেন। তার পায়ের হাঁটু থেকে নিচ পর্যন্ত ছুঁয়ে দেখেন এবং তারপর হাত দুটো নিজের পায়ে মালিশ করেন। যেন রোনালদোর পায়ের জাদু নিজের পায়ে নিয়ে নিলেন রোনালদো। এই দৃশ্য দেখে রোনালদো হো হো করে হেসে ওঠেন। জানান শুভকামনা।


