ads
ঢাকারবিবার , ২ জুলাই ২০২৩
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

রেজা কিবরিয়াকে গণ অধিকার পরিষদ থেকে বহিষ্কার

মেহেদী সৌরভ, ঢাকা
জুলাই ২, ২০২৩ ১১:৫৩ পূর্বাহ্ণ
Link Copied!

গণ অধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়াকে দল থেকে বহিষ্কার করা হয়েছে গত শনিবার (১ জুলাই) পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে হওয়া এক বৈঠকে তাকে বহিষ্কার করা হয়। সেই বৈঠকে অনুপস্থিত ছিলেন ড. রেজা কিবরিয়া।

দলের এক জরুরি সভায় দুই তৃতীয়াংশের মতামতের ভিত্তিতে ড. রেজা কিবরিয়াকে ইমপিচমেন্ট করা হয়েছে। গত শনিবার গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক ও অফিস সমন্বয়ক শাকিলউজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সভায় উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে ১নং যুগ্ম আহ্বায়ক মো. রাশেদ খানকে সভার সভাপতি হিসেবে নির্বাচন করা হয়, সদস্য সচিব মো. নুরুল হক নুর সভা সঞ্চালনা করেন। সভায় গঠনতন্ত্রের ধারা ৩৮, ১৮ (গ) এর (১) (৩) ও (৮), ৩৪ (ঙ) এবং ৪১ এর ক্ষমতাবলে গঠনতন্ত্র অনুযায়ী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের দুই-তৃতীয়াংশ সদস্য আহ্বায়কের প্রতি অনাস্থা প্রস্তাব সমর্থন করায় আহ্বায়ককে অপসারণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

এছাড়াও দলের চলমান সংকট নিরসনে জরুরি পরিস্থিতি বিবেচনায় আগামী ১০ জুলাই দলের উচ্চতর পরিষদ ও জাতীয় কাউন্সিলের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। কাউন্সিলের পূর্ব পর্যন্ত ১নং যুগ্ম আহ্বায়ক মো. রাশেদ খানকে ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। কাউন্সিলের পূর্ব পর্যন্ত ভারপ্রাপ্ত আহ্বায়ক এবং সদস্য সচিব মো. নুরুল হক নুরকে রুটিন মাফিক নিয়মিত দায়িত্ব পালন করার সিদ্ধান্ত সভায় গৃহীত হয়েছে।

সংবাদ লাইভ/রাজনীতি/মেহেদী

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।