আর্শিনা ফেরদৌস: দেশের মানুষ কমবেশি ফেসবুক নিয়ে থাকে, এতে করে তাদের কিছু আউট নলেজ হয়েছে। কারুর অন্তরদৃষ্টি বেড়েছে অগোচরে থেকে। যার ফলাফল এখন জনগণ দেখাতে পারে পরিবর্তন করে পুরনো অনেক কিছু কে।জীবনের অগ্রাধিকার বুঝতে পেয়ে তারা ক্ষতিগ্রস্ত হলেও পরিতৃপ্ত। বই পড়েন অনেক মানুষ তারা আসলেই সমৃদ্ধ। রাজনীতি না করে ও তাঁরা মতামত দিতে পারবেন, দেশের আরেকটি সংস্কৃতির অংশ তারা। কেউ রাজনৈতিক।
কিছু আছে ঘাড় গুঁজে থাকা মানুষ , তারা নিজের অসামর্থতা জেনে কিছু শিখেনা। সোজা হয়ে দাঁড়ানো ও কঠিন তাদের জন্য। বইয়ের বিষয়গুলো জানারও যোগ্য হতে হয়, বা চারপাশের সবকিছু থেকে নিজেকে বুঝে চলতে হয়। কারও ক্ষতি না করে।
এই দেশে যারা রাজনৈতিক মনে করে নিজেকে তারা কতটা গুরুত্বপূর্ণ ভাবে রাজনীতি কে? স্কুলে রাজনৈতিক বাস্তবতা শেখানো উচিৎ। রাজনীতি সচেতনতা শেখানো প্রয়োজন। রাজনীতির বিভিন্ন কুশল আছে, সামাজিক কুশলের মত সেগুলো কমলমতিদের জানা দরকার এই রাজনীতি বিধ্বস্ত দেশে। অবশ্যই মানবতায় শিক্ষিত হতে হয় রাজনীতিবিদ কে।
নিজের ক্ষমতা পাওয়া ছাড়া আর কিছুই গুরুত্বপূর্ণ নয় তাদের জন্য।
রাজনীতি হলো মানব কল্যাণে নিজেকে উৎস্বর্গ করার একটি মাধ্যম। কিন্তু বর্তমান সময়ে রাজনীতি আমাদের মনে নেতিবাচক চিন্তা নিয়ে আসে। যদিও এর ইতিবাচক দিকও রয়েছে, কবিরাও রাজনীতি ও রাজনীতিকে বরং নেতিবাচক দৃষ্টিতে দেখেছেন। নির্বাচনে আপনি রাজনীতির নানা দৃষ্টিভঙ্গি দেখতে পাবেন যা তাদের সাথে সম্পর্কযুক্ত যারা রাজনীতি করে ও একটি নিরাময় হিসাবে রাজনৈতিক ব্যবস্থা প্রস্তাব করে। পৃথিবীর ইতিহাসে রাজনৈতিক রা জীবনের জন্য রাজনীতি করেছেন মানবতার জন্য দেশের জন্য ।
অথচ আমরা লিখি, I hate politics. অর্থাৎ” আমি রাজনীতি ঘৃণা করি”।
তো, আমার জন্য কেউ ত ভালবেসে রাজনীতি করে। তিনি দেবতা নন মানুষ ।
এজন্য কিছু নিষেধাজ্ঞা থাকা উচিত, কারা রাজনৈতিক হতে পারবে। রাজনৈতিক উক্তি গুলো জানা দরকার সবাইকে-
রাজনীতি ও সংস্কৃতি সম্পুর্ণ বিপরীত বস্তু ; একটি ব্যাধি অপরটি স্বাস্থ্য। – হুমায়ূন আজাদ
মানুষ স্বভাবতই একটি রাজনৈতিক প্রাণী । – অ্যারিস্টটল।
রাজনীতিতে, কোন কিছুর ব্যাখ্যা করছেন তো আপনি হেরে যাচ্ছেন। –কিথ নাগটন
ক্ষমতা ধরে রাখতে চাওয়ার অন্যতম কারণ হলো ক্ষমতার অপব্যহারের শাস্তি এড়ানো। – রেদোয়ান মাসুদ
লাঙ্গল যার জমি তার। – শের-এ-বাংলা এ কে ফজলুল হক
পলিটিক্স এর প্রকৃত অর্থ হলো: পলি- যার অর্থ একাধিক এবং টিক্স- যার অর্থ রক্তচোষা পরজীবী । – কিনকি ফ্রাইডম্যান।
যেই দেশে দেশপ্রেমিকের চেয়ে জ্ঞানীগুণী বেশি জন্মায় সেই দেশে শান্তির চেয়ে অশান্তিই বেশি থাকে।
– রেদোয়ান মাসুদ
পলিটিক্স এর প্রকৃত অর্থ হলো: পলি- যার অর্থ একাধিক এবং টিক্স- যার অর্থ রক্তচোষা পরজীবী। – কিনকি ফ্রাইডম্যান
একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় সার্বভৌম ক্ষমতা জনগণের হাতে ন্যস্ত থাকে। – অ্যারিস্টটল
সৌন্দর্য রাজনীতির থেকে সব সময়ই উৎকৃষ্ট। – হুমায়ূন আজাদ
রাজনৈতিক প্রতিষ্ঠানের ৪টি জিনিসের প্রয়োজন, তা হচ্ছে: নেতৃত্ব, আদর্শ, নিঃস্বার্থ কর্মী এবং সংগঠন।
– বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
রাজনীতি হলো দেশ শাসনে উপযুক্ত ব্যক্তি নির্বাচনের মূল হাতিয়ার কিন্তু যদি সমাজের ভালো মানুষেরা রাজনীতিতে আসতে ভয় পায় তাহলে দেশের ধ্বংস অনিবার্য।
– রেদোয়ান মাসুদ
সে কিছুই জানে না; এবং সে ভাবে যে- সে সব জানেন। এটি একটি রাজনৈতিক ক্যারিয়ারের স্পষ্ট ইঙ্গিত দেয়। –জর্জ বার্নার্ড শো
আমি আমার দাড়ি কেটে ফেলার কথা ভাবছি না। কারণ, আমি আমার দাড়িতেই অভ্যস্ত এবং আমার দাড়ি আমার দেশের জন্য অনেক অর্থ বহন করে। সুশাসনের জন্য আমরা যেদিন আমাদের অঙ্গীকার পূরণ করতে পারব, সেদিন আমি দাড়ি কাটব। – ফিদেল কাস্ত্রো।
সংবাদ লাইভ/মতামত


