ads
ঢাকাসোমবার , ৫ আগস্ট ২০২৪
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

রাজধানীর রাস্তায় সাধারণ-জনতার বিজয়োল্লাস

সংবাদ লাইভ
আগস্ট ৫, ২০২৪ ৭:৩৪ অপরাহ্ণ
Link Copied!

দেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করাতে রাজধানী জুড়ে বিজয়োল্লাসে মেতে উঠেছে উৎসুক জনতা। পরিবারের সদস্য কিংবা প্রিয়জনের সঙ্গে রাস্তায় নেমে এসেছে। এসময় তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

সোমবার (৫ আগস্ট) রাজধানীর আজিমপুর, নিউমার্কেট, কাঁটাবন, পলাশী, ফুলার রোড, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন এলাকা সরেজমিনে গিয়ে দেখা যায় বেশ উল্লাস করেছেন। এই উল্লাসে পিছয়ে নেই সংসারের ছোট্ট সদস্যটি। মাথায়, শরীর কিংবা হাতে বাংলাদেশের জাতীয় পতাকা হাতে নিয়ে বাঁধ ভাঙা উল্লাসে মেতে উঠেছেন সাধারণ জনতা।

বেশ কয়েকজন উৎসুক জনতার সঙ্গে কথা হলে তারা জানান ডেইলি বাংলাদেশকে জানান, শিক্ষার্থী সব অধিকার ফিরে পেলো। দেশের মানুষেরও বাকস্বাধীনতা, সকল অধিকার ফিরে পেলো। দীর্ঘদিনের পর সকল শৃঙ্খলাতা ফিরে পেলো।

আজিমপুর থেকে ছেলে-স্ত্রী নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এসেছেন নাজিমুদ্দিন। তিনি বলেন, শেখ হাসিনা পদত্যাগ করায় অনেক মানুষ রাস্তায় নেমেছে। খবর পেয়ে পরিবার নিয়ে এসেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে। অনেক মানুষ, মনে হচ্ছে সবাই আজ মুক্ত। এতোদিন হয়ত, সবাই পরাধীন ছিল৷ ভীষণ ভালো লাগছে, এতোদিন পর আতঙ্গ গুচল।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলাকায় দেখা যায়, রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে শুরু করে ওপর পর্যন্ত উৎসুক জনতা ভাস্কর্যের উপরে উঠে উল্লাস করছেন। পুরো এলাকা জুড়ে তিল পরিমাণ জায়গা নেই; শাহবাগ থেকে শুরু করে নীলক্ষেত পর্যন্ত পুরো এলাকা সাধারণ মানুষের পদচারণায় মুখর। এদিকে শাহবাগ থানার দিকে বেশ কিছু সেনা সদস্য উপস্থিত রয়েছে। কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে তৎপর রয়েছেন তারা।

এদিকে ঢাবি এলাকায় একটি সংবাদমাধ্যমের গাড়িসহ দুটি গাড়িতে আগুন দেয় বিক্ষুব্ধ জনতা। কলা ভবন সম্মুখ গাড়িতে আগুন জ্বলজ্বল করছে, এসময় বিক্ষুব্ধ একাধিক জনতা বলেন, এটা চ্যানেল জনগণের বিরুদ্ধে সংবাদ প্রচার করে। তাই তাদের গাড়িতে আগুন দেওয়া হয়েছে। কোন অন্যায়কারীদের জনগণ ছাড় দেবেনা।

এ সময় তারা বলতে থাকেন, ‘স্বাধীন-স্বাধীন, বাংলাদেশ স্বাধীন, পালইছে রে পালইছে, শেখ হাসিনা পালাইছে, হই-হই রই, শেখ হসিনা গেলি কই, সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

এর আগে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান আজ বেলা ২টায় জনগণের উদ্দেশে বক্তব্য দেওয়ার খবর ছড়িয়ে পড়ে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন, এখন অন্তবর্তী সরকার গঠন করা হবে বলে জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

সোমবার (৫ আগস্ট) বেলা আড়াইটায় বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টার শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানা ভারতের উদ্দেশ্যে যাত্রা করে।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।