রাজধানীর মাতুয়াইলের হাসেম রোডে সাইনবোর্ড টু গুলিস্তান গামী একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।আজ বৃহস্পতিবার (২ নভেম্বর) সকাল ৭:৩০ মিনিটের সময় রাজধানীর হাসেম রোড সংলগ্ন ফারুক সিএনজি পাম্পের সামনে এ ঘটনা ঘটে।
বাসে আগুন দেওয়ার এ ঘটনায় দুই জন আহত হয়েছে বলে জানা যায়।বিএনপির ডাকা টানা তিন দিনের অবরোধের শেষ দিন আজ। গত দুই দিন অবরোধ চলাকালে দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ, হামলা, ভাঙচুর, গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশ ঘিরে হামলা-সংঘর্ষের পর দলটি গত রোববার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয়।একদিন বিরতি দিয়ে মঙ্গলবার থেকে টানা তিন দিনের সড়ক, রেল, নৌপথসহ সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপি।
টানা তিন দিনের অবরোধ শেষে আজ আবার কর্মসূচি ঘোষণা করতে পারে বিএনপি।
নিউজের জন্য: news.sangbadlive24@gmail.com