ads
ঢাকাশুক্রবার , ৭ জুলাই ২০২৩
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

রাজধানীর ফুটওভার ব্রিজে নিরাপত্তা চাই

মতামত বিভাগ
জুলাই ৭, ২০২৩ ১১:৩৫ অপরাহ্ণ
Link Copied!

মো: রাফি সারোয়ার: রাজধানী ঢাকার মানুষদের রাস্তা পারাপারের সময় নিরাপত্তার কথা চিন্তা করে ফুটওভার ব্রিজ বানানো হয়েছে,কিন্তু এটাই যদি তাদের অনিরাপত্তার কারণ হয়ে দাঁড়ায় তাহলে স্বাভাবিক জীবনযাপন অনেক কঠিন হয়ে যায়। ইদানিং ঢাকার কিছু ফুটওভার ব্রিজের গোড়ায় এবং উপরে রাস্তার ছিন্নমূল মানুষদের রাত্রি যাপন করতে দেখা যায়।

এসব জাগায় তারা প্রতিনিয়তই নেশাদ্রব্য গ্রহণ করে চলেছে এবং অনেক সময় তাদের নেশাগ্রস্থ অবস্থায়ও ব্রীজের উপরে বা গোড়ায় পড়ে থাকতে দেখা যায়। রাজধানী মতিঝিলের একটি ওভারব্রিজের উপর সন্ধ্যা নামার কিছুক্ষণ পরই বা মানুষের আনাগোনা কমে আসলের তাদের অসামাজিক কার্যকলাপের লিপ্ত হতে দেখা যায় ,যা সাধারণ পথচারীদের জন্য বিব্রতকর অবস্থার সৃষ্টি করে।

ফার্মগেটের কয়েকটি ওভারব্রিজের উপর রাত ঘনিয়ে আসলে যৌনকর্মীদের দাড়িয়ে থাকতে দেখা যায় এবং মাঝে মধ্যে তারা সাধারণ জনগণকেও বিরক্ত করে। আবার পথচারীরা হাঁটার সময় নেশাগ্রস্থদের তাদের পিছু নেয়া বা খাবারের জন্য টাকা চাওয়ায় বিষয়গুলো তারা হরহামেশা করেই চলছে। কিন্তু অনেক সময় দেখা যায় তাদের আশানুরূপ টাকা না দিলে পথচারীদের ছোটখাটো অস্ত্র দিয়ে ভয় দেখিয়ে টাকা আদায় করা হয়। ঢাকার বাণিজ্যিক এবং শিল্প এলাকাগুলোতে এর প্রকোপ অনেক বেশি।

আবার কিছু কিছু ওভারব্রিজে বাতি না থাকায় ছিনতাইকারীদের আস্তানার মতো হয়ে যাচ্ছে জায়গাগুলো। স্কুল/কলেজের শিক্ষার্থীদের অথবা ঢাকায় যারা নতুন তাদের এই বিষয়গুলো খুব বাজে ভাবে প্রভাব ফেলে। তাই উক্ত বিষয়গুলো আমলে নিয়ে যথাযথ কর্তৃপক্ষের কাছে সমাধানের অপেক্ষায় রইলাম।

লেখক: শিক্ষার্থী, বাংলাদেশে টেক্সটাইল বিশ্ববিদ্যালয়,ঢাকা।

সংবাদ লাইভ/মতামত

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।