ওয়াটারকিপার্স বাংলাদেশ এবং মিশন গ্রিন বাংলাদেশের যৌথ উদ্যোগে আজ ২৩ আগস্ট শুক্রবার থেকে শুরু হলো ‘গ্রিন ভলান্টিয়ার সার্টিফিকেশন প্রোগ্রাম’। পরিবেশ রক্ষায় দক্ষ গ্রিন ভলান্টিয়ার তৈরীতে এই বিশেষ ট্রেনিং প্রোগ্রাম। তিন মাসব্যাপি এই আয়োজনে থাকবে দেশসেরা ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত ট্রেইনারদের কাছে পরিবেশ বিষয়ক ট্রেনিং, বৃক্ষরোপণ ও পরিচর্যা বিষয় প্রাকটিকাল ট্রেনিং, দূর্যোগ মোকাবিলায় কাজের জন্য ট্রেনিংসহ বিভিন্ন আয়োজন।
ফটোগ্রাফার, বৃক্ষপ্রেমী ও পবিবেশকর্মী মাহমুদ রহমান এই ট্রেনিং প্রোগ্রামটি পরিচালনা করবেন এবং গুলশান ২ লেকপাড়ে তাঁর তৈরী আরবান ফরেস্টে কাজ করবে সিলেক্টেড তরুণরা। প্রতিদিন সকাল ৭-১০টা পর্যন্ত এই ট্রেনিং আয়োজন চলবে। যেকোন বৃক্ষপ্রেমী তরুণ চাইলেই এই আয়োজনে যুক্ত হতে পারবে।
মিশন গ্রিন বাংলাদেশের আহ্বায়ক আহসান রনি’র সভাপতিত্বে অনুষ্ঠিত ‘গ্রিন ভলান্টিয়ার সার্টিফিকেশন প্রোগ্রাম’-এর উদ্বোধনী আয়োজনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ছিলেন ওয়াটারকিপার্স বাংলাদেশের হেড অব কম্যুনিকেশনস অ্যান্ড অ্যাডভোকেসী মামুন কবীর।
এ সময় আরো উপস্থিত ছিলেন অক্সফাম বাংলাদেশের হেড অব ইনফ্লুয়েন্সিং, কম্যুনিকেশনস, অ্যাডভোকেসি অ্যান্ড মিডিয়া মো: শরিফুল ইসলাম, হেলদি লিভিংয়ের সিইও মৌসুমী বাঁধন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গোপালগঞ্জের সমন্বয়কারী ও মিশন গ্রিন বাংলাদেশ কর্মী বেলাল হোসাইন প্রমূখ।
উদ্বোধনী অনুষ্ঠানে মামুন কবীর বলেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদেরকে অবশ্যই আমাদেরকে সবুজ পৃথিবী গড়তে হবে। এজন্য বৃক্ষরোপনের বিকল্প নেই। তরুণ এবং যুবকেরাই আমাদের ভবিষ্যত নেতৃত্ব দেবে। তাই তাদেরকে প্রশিক্ষিত হবে হবে পরিবেশ রক্ষার কার্যক্রমে।
আহসান রনি বলেন, আমরা সারাদেশে তরুণদের প্রশিক্ষিত করার উদ্যোগ নিয়েছি। এই কার্যক্রমের অংশ হিসাবে ঢাকাতে আমরা প্রথম পর্যায়ে ৬ জন তরুণ-তরুণী প্রশিক্ষণের আওতায় নিয়ে এসেছি। পরবর্তীতে এই কার্যক্রম দেশব্যাপী সম্প্রসারিত করার আশা প্রকাশ করছি।
‘গ্রিন ভলান্টিয়ার সার্টিফিকেশন প্রোগ্রাম’-এ ৬ জন তরুণ-তরুণী গ্রিন ভলান্টিয়ার হিসেবে যুক্ত হয়েছেন। তারা হলেন গ্রিন ইউনিভার্সিটির শিক্ষার্থী ডি এম রিয়াদ, স্টামফোর্ড ইউনিভার্সিটির শিক্ষার্থী নানজিবা মিম, ঢাকা পলিটেকনিকের আরমান হোসেন রাইদ, নিউ মডেল ডিগ্রি কলেজের সাথী আক্তার, তেজগাঁও কলেজের বোটানির শিক্ষার্থী মাহফুজুল হক সিয়াম ও পরিবেশকর্মী জাহাঙ্গীর। গ্রিন ভলান্টিয়ার নেটওয়ার্কের প্রধান সমন্বয়কারী মুশফিক রুম্মান এই প্রোগ্রামটি কো-অর্ডিনেট করবেন।


