পবিত্র রমজান মাসের প্রথম দিন ছিল আজ শুক্রবার। একই সঙ্গে রমজানের প্রথম জুমাও। তাই বরকতপূর্ণ মাসের জুমার নামাজে অংশ নিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে ছিল মুসল্লির ঢল। নামাজ শেষে দেশ, জাতি ও বিশ্বের মুসলিমদের শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়। মহান আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়ায় অংশ নেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকতা-কর্মচারী ও আশেপাশের মুসল্লিরা।

মহিমান্বিত এই মাসের প্রথম জুমার নামাজ পড়তে বেশ আগেই মসজিদগুলোতে উপস্থিত হন রোজাদার এ মুসল্লিরা। নামাজ শুরুর আগেই ভরে যায় মসজিদের ভেতরের অংশ। নামাজের আগে সংক্ষিপ্ত আলোচনায় রমজান ও রোজার মাহাত্ম্য তুলে ধরে পার্থিব জীবনে সংযমের শিক্ষা ধারণের কথা বলেন মসজিদের পেশ ইমাম।
আল্লাহর অনুগ্রহ, পারস্পরিক অনুকম্পা, সর্বোপরি মহান সৃষ্টিকর্তার বিশেষ ক্ষমা লাভের মাস রমজান। রহমত, মাগফিরাত ও নাজাতের এই মাসে সাধারণ আমলের সওয়াব বহুগুণ পর্যন্ত বৃদ্ধি পায়। আর রোজার প্রতিদান স্বয়ং মহান আল্লাহ দেবেন বলে ঘোষণা দিয়েছেন।

নিউজের জন্য: news.sangbadlive24@gmail.com