রাশিয়া-ইউক্রেইন এবং গাজা-ইজরায়েল যুদ্ধ পরিস্থিতি চলতে থাকলে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে আনা সম্ভব নয় বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শনিবার (২৪ ফেব্রুয়ারী) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আাওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
সেতুমন্ত্রী বলেন, দ্রব্যমূল্যে অরাজক পরিস্থিতির সৃষ্টি করতে মজুতদার-সিন্ডিকেটকারীদের বিএনপি পৃষ্ঠপোষকতা ও মদদ দিচ্ছে বলে দাবি করেছেন।
সেতুমন্ত্রী আরও বলেন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপ, আফ্রিকা, মধ্যপ্রাচ্য- দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কোথায় আছে? বাজার উঠানামা করবে। বিশ্বের যে পরিস্থিতি, সারা দুনিয়াটাই এখন মনে হচ্ছে রণক্ষেত্র।
এ সময় ২ হাজার কোটি টাকা বিদেশে পাচার হচ্ছে কীভাবে জানতে চাইলে তিনি বলেন, “ব্লুমবার্গে একটা নিউজ হয়েছে আমরা সেটা খতিয়ে দেখছি। দুর্নীতি করে কেউ ছাড় পাবে না। আমি পার্টিকুলার কোনো মিনিস্টারের কথা বলব না। তিনি মিনিস্টার হন, যেই হন দুর্নীতি করে কেউ ছাড় পাবে না।”
উক্ত সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, উপদপ্তর সায়েম খান উপস্থিত ছিলেন।
নিউজের জন্য: news.sangbadlive24@gmail.com