ads
ঢাকাবুধবার , ২১ জানুয়ারি ২০২৬
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

মোনায়েম-কাব্যের নেতৃত্বে ইবির বায়োমেড ইনোভেটস

ইবি প্রতিনিধি
জানুয়ারি ২১, ২০২৬ ৮:৩৭ অপরাহ্ণ
Link Copied!

ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং (বিএমই) বিভাগের নিয়ন্ত্রণাধীন ‘বায়োমেড ইনোভেটস’ ক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক ড. মো. খাইরুল ইসলাম সহ-সভাপতি হিসেবে বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের মোনায়েম খান মনির ও সাধারণ সম্পাদক হিসেবে ২০২১-২২ শিক্ষাবর্ষের মো. মাশরুর আলম কাব্যকে মনোনীত করেছেন।

বুধবার (২১ জানুয়ারি) বিভাগের সভাপতি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন-
যুগ্ম সাধারণ সম্পাদক সুরাইয়া সুলতানা আনিকা, সাংগঠনিক সম্পাদক মো. আসিফ সিদ্দিক জিম, সহ-সাংগঠনিক সম্পাদক আফরা আঞ্জুম জেনিন, কোষাধ্যক্ষ ফয়সাল আহমেদ, সহকারী কোষাধ্যক্ষ মাহা সিনইয়া বুশরা, গবেষণা ও উদ্ভাবন সম্পাদক মো. আরমান হোসেন জয় ও মো. মুবিনুল হক, খেলাধুলা বিষয়ক সম্পাদক মো. সেলিম খান, আইটি সম্পাদক মো. মিনহাজুর রহমান মাহিম, ছাত্রকল্যাণ বিষয়ক সম্পাদক আহনাফ আল রাফি, অনুষ্ঠান বিষয়ক সম্পাদক অহনা খালেক এবং কার্যনির্বাহী সদস্য মো. ইকরামুল ইসলাম, রুফাইদা রহমান, ইসরাত জাহান তন্নি, মো. কামরুল ইসলাম ও মাবিয়া আক্তার মিথিলা।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. মাশরুর আলম কাব্য বলেন, “বায়োমেড ইনোভেটস ক্লাবকে একটি কার্যকর গবেষণা ও উদ্ভাবনভিত্তিক প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে আমরা আন্তরিকভাবে কাজ করব। শিক্ষার্থীদের গবেষণায় আগ্রহী করে তোলা, বাস্তবভিত্তিক উদ্ভাবন এবং বিভাগকে এক সুতোয় গাথার কাজে সম্পৃক্ত করাই আমাদের মূল লক্ষ্য।”

সহ-সভাপতি মোনায়েম খান মনির বলেন, “এই ক্লাবের মাধ্যমে বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তার বিকাশ ঘটবে। একাডেমিক জ্ঞানকে বাস্তব প্রয়োগে রূপ দিতে বায়োমেড ইনোভেটস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি আশাবাদী।”

সভাপতি সহযোগী অধ্যাপক ড. মো. খাইরুল ইসলাম বলেন, “বায়োমেড ইনোভেটস ক্লাব শিক্ষার্থীদের গবেষণা, উদ্ভাবন ও নেতৃত্ব বিকাশে একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। নবগঠিত কমিটির মাধ্যমে ক্লাবটি আরও সক্রিয় ও গতিশীল হবে এবং বিভাগকে একাডেমিক ও গবেষণায় এগিয়ে নিতে কার্যকর ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।”

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।