ads
ঢাকাবৃহস্পতিবার , ২৯ ফেব্রুয়ারি ২০২৪
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

মেসির নামে অশ্লীল অঙ্গভঙ্গি, নিষিদ্ধ রোনালদো

স্পোর্টস ডেস্ক
ফেব্রুয়ারি ২৯, ২০২৪ ১১:২৯ পূর্বাহ্ণ
Link Copied!

ইউরোপে মাঝে মাঝে ঘটত। কিন্তু সৌদি আরবে যাওয়ার পর থেকেই একটু বেশি বেশি নামটা শুনতে হচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদোকে। মাঠে পারফরম্যান্স ভালো না হলেই চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মাসির নামে স্লোগান দিচ্ছেন প্রতিপক্ষ সমর্থকেরা।

এই তো কদিন আগে আল শাবাবের দর্শক মেসির নাম ধরে চিৎকার করার পর তাদের দিকে তাকিয়ে অশ্লীল অঙ্গভঙ্গি করেছেন রোনালদো। এ নিয়ে আল নাসর ফরোয়ার্ডকে চারিদিক থেকে সমালোচনার মুখে পড়তে হয়েছে। নিজের আচরণের ব্যাখ্যা দিয়েছেন রোনালদো। কিন্তু লাভ হয়নি, ঠিকই শাস্তি পেতে হয়েছে তাকে।

সৌদি আরবের শৃঙ্খলা ও নৈতিক কমিটি গতকাল অশ্লীল অঙ্গভঙ্গির জন্য এক ম্যাচ নিষিদ্ধ করেছে রোনালদোকে। গত রোববার লিগে আল শাবাবের বিপক্ষে আল নাসরের ৩-২ গোলে জয়ের ম্যাচে প্রতিপক্ষ সমর্থকেরা মেসির নাম ধরে রোনালদোকে খ্যাপাচ্ছিলেন। ম্যাচ শেষে রোনালদো আল শাবাব গ্যালারির দিকে তাকিয়ে যৌনাঙ্গের সামনে হাত দিয়ে অশ্লীল ভঙ্গি করেন।

কমিটি শুধু নিষেধাজ্ঞাই দেয়নি, তাকে ৩০ হাজার সৌদি রিয়ালও জরিমানা করেছে। এর মধ্যে ১০ হাজার ইউরো পাবে সৌদি ফুটবল ফেডারেশন এবং ২০ হাজার রিয়াল পাবে আল-শাবাব, অভিযোগের খরচ হিসেবে। এর বিরুদ্ধে আপিলও করা যাবে না বলে জানানো হয়েছে।

গত বছরই অশ্লীল অঙ্গভঙ্গি করে আলোচনায় এসেছিলেন রোনালদো। আল- হিলালের বিপক্ষে ২-০ গোলে হারার পর সমর্থকদের ‘মেসি’ ‘মেসি’ চিৎকার শুনে নিজের যৌনাঙ্গ ধরার ভঙ্গি করেছিলেন ৩৯ বছর বয়সী।

 

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।