আমি (ড. মোছাঃ মিনারা খাতুন) বিভিন্ন স্থানীয় ও জাতীয় পত্রিকায় প্রকাশিত এবং জনাব বোরহান উদ্দিন কর্তৃক অনুষ্ঠিত মিথ্যা সংবাদ সম্মেলনে প্রচারিত অসত্য, ভিত্তিহীন ও উদ্দেশ্যমূলক সংবাদকে দৃঢ়ভাবে নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
আমি একজন আইন মেনে চলা নাগরিক এবং সবসময় আইন, ন্যায়বিচার ও সামাজিক মূল্যবোধকে শ্রদ্ধা করি। সংবাদ সম্মেলনে বোরহান উদ্দিন দাবি করেছেন যে, আমি গত ১৬ বছর বগুড়ায় অবস্থান করেছি এবং বিভিন্ন পদ-পদবি ব্যবহার করেছি। প্রকৃতপক্ষে, আমি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহে আমার একাডেমিক দায়িত্ব পালন করে আসছি। আমার চাকরিজীবনের শুরু থেকে আজ পর্যন্ত আমি সরকারি কোনো প্রশাসনিক বা রাজনৈতিক পদে দায়িত্ব পালন করিনি। আমি কেবলমাত্র একজন শিক্ষক হিসেবে আমার একাডেমিক দায়িত্ব পালন করেছি এবং শিক্ষার্থীদের শিক্ষাদান ও গবেষণার কাজে নিয়োজিত থেকেছি।
বোরহান উদ্দিন ইচ্ছাকৃতভাবে অসত্য তথ্য উপস্থাপন করে আমার সামাজিক মর্যাদা ও ব্যক্তিগত সুনাম ক্ষুণ্ণ করার অপচেষ্টা করেছেন। তিনি প্রকৃত সত্য গোপন রেখে এড়িয়ে গেছেন যে, তিনি ও তার সহযোগীরা আমার পৈতৃক সম্পত্তি দখলের উদ্দেশ্যে আমার জমিতে প্রবেশ ও বের হওয়ার একমাত্র রাস্তায় অবৈধ বাধা সৃষ্টি করেছেন। আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক প্রভাব খাটিয়ে তারা এ পথে একটি অবৈধ দেয়াল নির্মাণ করেছিলেন। বগুড়া পৌরসভার তৎকালীন মেয়র মোঃ রেজাউল করিম বাদশা বিষয়টি যাচাই-বাছাই করে সেই অবৈধ দেয়াল অপসারণের নির্দেশ দেন। দুঃখজনকভাবে, জনাব বোরহান উদ্দিন ও তার গোষ্ঠী পুনরায় আমার প্রবেশপথে অবৈধ বাধা নির্মাণ করেছে এবং আমার মৌলিক অধিকার হরণ করেছে। আইন মেনে চলার পরিবর্তে তারা সংবাদ সম্মেলন ও সংবাদপত্রের মাধ্যমে মিথ্যা প্রচারণা চালিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে এবং আমার ব্যক্তিগত সুনাম ক্ষুণ্ণ করার অপচেষ্টা করছে।
আমি স্পষ্ট করে জানাতে চাই যে, আমি দেশের আইন ও বিধিবিধানকে গভীরভাবে শ্রদ্ধা করি। আমি কখনো অবৈধ কোনো কর্মকাণ্ডে জড়িত হইনি কিংবা আমার পেশাগত অবস্থানকে অপব্যবহার করিনি। আমি আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে আমার ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য আইনি লড়াই চালিয়ে যাবো। আমি সবার কাছে বিনীত অনুরোধ করছি—এ ধরনের মিথ্যা ও মানহানিকর বক্তব্যে বিভ্রান্ত হবেন না। সত্য একদিন প্রমাণিত হবেই এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আইনের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে। — ড. মোছাঃ মিনারা খাতুন প্রফেসর, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ
সংবাদ লাইভ/বি.