তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল গ্রাস থেকে মুক্ত করে সুস্থ জীবনধারায় ফিরিয়ে আনতে খেলার মাঠে নিয়ে আসার আহবান জানিয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ছাত্রদলের সাবেক সভাপতি ও এগ্রিকালচারিষ্টস' এসোসিয়েশন অব (এ্যাব) ঢাকা জেলা চ্যাপ্টারের সভাপতি কৃষিবিদ ইয়ার মাহমুদ। শনিবার (১৬ নভেম্বর, ২০২৪) টাঙাইলের দেলদুয়ার উপজেলার আরমৈষ্টা খেলার মাঠে বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আফতাব উদ্দিন স্মৃতি ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
কৃষিবিদ ইয়ার মাহমুদ বলেন, ‘মাদক শুধু একজন ব্যক্তির জীবনকেই ধ্বংস করে না, এটি পুরো পরিবার ও সমাজকে বিপর্যস্ত করে তোলে। তরুণদের ভবিষ্যৎ রক্ষায় আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। আর এ ক্ষেত্রে খেলাধুলা হতে পারে মাদকের বিকল্প একটি শক্তিশালী মাধ্যম।‘
তিনি আরও বলেন, ‘খেলাধুলা কেবল শরীর সুস্থ রাখে না, এটি মানসিক শক্তি, শৃঙ্খলা ও দলগত মানসিকতার উন্নয়ন ঘটায়। আমাদের তরুণ সমাজ যদি মাদক ছেড়ে খেলার মাঠে আসে, তাহলে তারা একটি সুন্দর ভবিষ্যৎ গড়তে পারবে।" অনুষ্ঠানে তিনি তরুণদের পাশাপাশি অভিভাবক, শিক্ষক এবং সমাজের অন্যান্য স্তরের মানুষকে মাদকবিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।’
কৃষিবিদ ইয়ার মাহমুদ বলেন, `বিগত ১৬ বছরে আওয়ামী দু:শাসনে মানুষের মানুষের কোন স্বাধীনতা ছিল না। মানুষের কথা বলার অধিকার ছিল না। আওয়ামী ও ছাত্রলীগের মাধ্যমে মাদক ছড়িয়ে পড়েছে তরুণদের মাঝে। এই তরুণদের বাঁচাতে আমাদের জাতীয়তাবাদী আদর্শের মাধ্যমে সারাদেশেই নানা উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। কারণ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে, তাঁদের হাতেই নিরাপদ বাংলাদেশ।'

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এগ্রিকালচারিস্টস' এসোসিয়েশন অব বাংলাদেশ এ্যাব এর ঢাকা জেলা চ্যাপ্টারের সভাপতি ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি কৃষিবিদ ইয়ার মাহমুদ। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন দেলদুয়ার উপজেলা বিএনপি'র বিপ্লবী সাধারণ সম্পাদক দেলদুয়ার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এস এম ফেরদৌস আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য সম্প্রসারণ অধিদপ্তরের সিনিয়র সহকারী পরিচালক কৃষিবিদ সালমুন হাসান বিপ্লব, দেলদুয়ার উপজেলা বিএনপির বিপ্লবী সাংগঠনিক সম্পাদক জনাব রবিন মিরবর, ময়মনসিংহ জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মোহাম্মদ মাসুদ মিয়া, ডুবাইল ইউনিয়ন পরিষদের চেয়্যারমান ইলিয়াস মিয়া, শেরপুর জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মীর সাইফুল ইসলাম রিপন, আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাব টাঙ্গাইল জেলা চ্যাপ্টারের বিপ্লবী সিনিয়র সহ-সভাপতি কৃষিবিদ ডা. মোহাম্মদ রফিকুল ইসলাম, ঢাকা জেলা চ্যাপ্টারের বিপ্লবী যুগ্ম সম্পাদক কৃষিবিদ রবিউল আলম, নোয়াখালী জেলা চ্যাপ্টারের বিপ্লবী সিনিয়র সহ-সভাপতি কৃষিবিদ ডাঃ আতাউর রহমান সোহাগ, মৎস্য অধিদপ্তরের গবেষণা কর্মকর্তা কৃষি জাহিদুল ইসলাম, টাঙ্গাইল জেলা চ্যাপ্টারের দপ্তর সম্পাদক মোর্সেদুল আলম ভূইয়া সানি, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ, সখিপুর উপজেলার যুবদল নেতা শিবলু মিয়া, সানজিত মাহমুদ, শফিউদ্দিন শান্ত প্রমুখ।
সংবাদ লাইভ/টাঙাইল
নিউজের জন্য: news.sangbadlive24@gmail.com