ads
ঢাকাবৃহস্পতিবার , ২৯ আগস্ট ২০২৪
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

মাঝরাতে চাঁদ জাগে । আর্শিনা ফেরদৌস

আর্শিনা ফেরদৌস
আগস্ট ২৯, ২০২৪ ৫:১৫ অপরাহ্ণ
Link Copied!

আর্শিনা ফেরদৌস: আজকে হঠাৎ আধ রাত জাগা পাখি আমি। এমনিতেই ১১টায় ঘুমে ঢুলতে থাকি। প্রচুর ক্লান্তি থাকে ইদানীং। ঘুম ভেঙে গেলে কি করি কি ভাবি তার ঠিক নাই , বিছানায় থাকতে আর পারিনা, বাচ্চাদের ঘরে ঢুঁ মারি, ওদের এমনিতে সারাদিন কাছে পাই কম, বাড়িতেই তবু বড় হয়েছে, ছোটদের মত আদর করা হয়না বা ওরা কখনও অন্য মুডে থাকলে এটা পছন্দ করে না। তাই ওরা ঘুমিয়ে পড়লে কাছে কাছে থাকি বেশি। ওদের দিকে তাকিয়ে দেখি, চাঁদের মত ওরাও ছোট থেকে বড় হয়ে যাচ্ছে। দুরে, নতুন সিমানায় এগোচ্ছে, প্রসারিত হয়েছে তাদের অংগন, আসলে যত বড় হয় মানুষ ততই তার পৃথিবী ছোট করে ফেলে, আমার ইচ্ছে হয় বাচ্চারা দেশ, সমাজ নিয়ে গঠনমুলক কিছু ভাবুক, আসে পাশের জীবন গুলোর সাথে নিজের সামঞ্জস্য খুঁজে জীবন টা সেভাবে গড়ে তুলতে চেষ্টা করুক, মানবিক হতে চেয়ে।

যখন দেখি বাচ্চারা বেশি এরোগ্যানট, খুব দুঃখ হয়। দেশে আমরা শেখাচ্ছি বাচ্চাদের এরোগ্যানট হতে অথচ তলাবিহীন ঝুড়ির বস্তু সবাই। একটা ভাল কাপড় পরতে কখনো সংকোচ হয়, গরীব দেশের মানুষ
পরিচয়টা আছে, ভাল কাপড় মানে হাস্যকর একটা পরিহাস। স্যূট বুট পরা গাড়িতে বসা দামী ফোন হাতে লোকজনের কি এতটুকু মনে আসে আসলে তারা কোন দেশের প ণ্য? বড়জন আবার আদর পছন্দ করে, মা নেওটা কিছুটা। বকাবকি কখনো তেমন করিনি তাকে। সহজ সরল এখনো কিছুটা। কিন্ত কোন পরামর্শ চাইলে দিতে পারে। ছোটটি টিন এজ ঝামেলায় মতিগতি কেমন যেন। এক্টু আধটু দেখে রাখি, বকাবকিও করি। দুও জন মাকে ভয় পায় বেশি আমার অবাক লাগে।

 

নামাজের এলার্ম বেজে ওঠে, আমার দিনের শুরুর এই প্রার্থনা শান্তি দেয়, মন কলুষিত হওয়া থেকে রক্ষা করে। মন কলুষিত হওয়া মানে আমার কাছে, মানুষের প্রতি খারাপ আচরণ, খারাপ ব্যবহার। অমানবিক নিষ্ঠুর কিছু। সকালটা তাই শান্তিময় হয়ে ওঠে। সবদিক ভেবে নেয়া যায় দিনের শুরুতে। গাছপালায় সবুজ আমার সকাল এখন।হাঁটাহাঁটি নিয়মিত আর ব্যায়াম চেষ্টা করছি। আজকে বারান্দায় আমি আর চাঁদ। নীল আকাশে চাঁদের আলো। প্রিয় লেখক হুমায়ুন আহমেদ এর “অবাক জোস্না”। যদিও পুর্নিমা গিয়েছে কদিন আগে। “চাঁদের সাথে আমি দেবনা তোমার তুলনা, ” হঠাৎ গানটি মনে পড়ল। কেউ একজন বাজাত আমি শুনতাম রূপকথার দিনের মত।অভাগাদের কেউ থাকেনা।অচেনা আলোয় যার বিচরণ সে দুরের। দূরের তারারা লক্ষ বছর আগের। অনেক দুরের মানুষ আমি সবার কাছে। কাছাকাছি একটা অদৃশ্য দেয়াল ঘিরে রাখা মানুষ আমি। কেউ সহজে বদলাতে পারেনা। কত গান কবিতা, লেখা কথা সব বেকার,। চাঁদের সাথে আছি কতক্ষণ, আর আবোল তাবোল লেখা লাইন ছাড়া।জীবনটাই সীমানা ছাড়া, যখন যেমন তখন তেমন। বইয়ের অক্ষর ডেকে নেয় কাব্যের স্বর্গে। প্রিয় কবিতাটি শেলীর,

To the Moon 

Art thou pale for weariness of climbing heaven n gazing on earth
Wandaring companionless
Among the stars that have different birth,
And ever changing
like a joyless eye, that finds no objects Worths its Constancy.

-Percy Bysse Shelley.

অর্থাৎ চাঁদ প্রতিদিনই বদলে যায়, কাল যা ছিল তার চেয়ে আজ তার আকৃতি পরিবর্তন হয়। কিন্ত মলিন থাকে কোন অবাক কিছু না পেয়ে। পৃথিবী ও অন্য তারাদের মধ্যে আলো ছড়াতে গিয়ে ক্লান্ত থাকে সে প্রতিদিন একটি নিয়মে তাকে চলতে হয়। এভাবে সে কাউকে না পেয়ে বা না খুঁজে চলতে চলতে একা থাকে। এই একাকিত্ম তাকে অন্য তাঁরাদের চেয়ে আলাদা করেছে। একই রুপে থাকে চাঁদ, বড় হয় আবার ছোট হয়। একার জীবন। কবি শেলির কবিতা অনুযায়ী, চাঁদ একা একইভাবে গড়ে ওঠা ক্লান্ত শ্রান্ত। মানুষ কখনো এমনই। একটা নিয়মে নিজেকে একা করে ফেলে। কেউ আলো ছড়ায়। কেউ আঁধারে জীবন দেখে। ভেতর হয়তো সবারই একটা আকুতি, মায়া ভালবাসা নিয়ে কেউ পাশে থাকুক। আমরা একে অপরের দিকে সাহায্য সহযোগিতা করতে পারি। মানুষের কাছে আসা মানে তাকে নিয়ে জীবন গড়া নয়। জীবনের মানে একটাই আনন্দ নিয়ে কথা কাজ করতে পারা, স্বচ্ছতা স্বাধীন ভাবনা নিয়ে এগিয়ে যাওয়া। যতটা সময় আর বাঁচতে হয়, স্বচ্ছতায় যেন বাঁচি। সময় বদলে যেতে পারে। মৃত্যু যার গন্তব্য।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।