দ্বাদশ সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে বেসরকারিভাবে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী সাকিব আল হাসান।
এ আসনে সাকিব আল হাসান নৌকা প্রতীকে ১৫২টি কেন্দ্রে ১ লাখ ৮৫ হাজার ৩৮৮ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ডাব মার্কার অ্যাডভোকেট কাজী রেজাউল পেয়েছেন ৫ হাজার ৯৭৩ ভোট।
এর আগে, রোববার সকাল ৮টায় সারাদেশে একযোগে ভোট গ্রহণ শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে এই ভোট। এ নির্বাচনে ৪০ শতাংশ ভোট পড়েছে।
দ্বাদশ সংসদ নির্বাচনে মোট ভোটার ১১ কোটি ৯৭ লাখ। এর মধ্যে ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ জন পুরুষ, ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ জন নারী ও তৃতীয় লিঙ্গের ভোটার সংখ্যা ৮৫২। মোট ভোটকেন্দ্র ৪২ হাজার ১০৩টি। ভোটকক্ষ ২ লাখ ৬১ হাজার ৯১২টি। ভোট হয়েছে ব্যালট পেপারে।
নিউজের জন্য: news.sangbadlive24@gmail.com