প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৫, ২০২৬, ১১:০৩ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২২, ২০২৩, ২:০২ অপরাহ্ণ
মহাখালীতে জবি শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় মামলা
রাজধানীর মহাখালীতে নারী সহপাঠীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী পরিবহনকারী উল্কা-২ বাসে হামলায় ৫ শিক্ষার্থী আহতের ঘটনায় মামলা বনানী থানায় দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ জুলাই) মামলার তদন্তকারী কর্মকর্তা সাব-ইন্সপেক্টর বিশ্বজিত সূত্রধর মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ভিকটিম নাঈম ইসলাম বুধবার (১৯ জুলাই) রাতে বনানী থানায় মামলাটি দায়ের করেন।
মামলার এজহারে বলা হয় ,গত সোমবার (১৭ জুলাই) উল্কা-২ বাস মহাখালী ডিএনসিসি পেট্রোল পাম্পের সামনে পৌঁছালে সৌখিন পরিবহনে থাকা অজ্ঞাতনামা তিন পরিবহন শ্রমিক বাসে অবস্থানরত নারী শিক্ষার্থীদের কটূক্তি করে। সামনে জ্যাম থাকায় ছাত্ররা বাসটি থামায় এবং তাহাদের সঙ্গে কথা কাটাকাটি হয়। পরবর্তীতে সেখানে দায়িত্বরত পুলিশের সহায়তায় উভয় পক্ষের মধ্যে সমঝোতা হয়।
এ ঘটনার কিছুক্ষণ পরে বাসটি মহাখালী বাস টার্মিনালের আউট গেটের সামনে পৌঁছালে অজ্ঞাতনামা সৌখিন পরিবহনের কর্মচারীসহ টার্মিনালে অবস্থানরত ৬০ জন অতর্কিতভাবে আমাদের বাসের গতিরোধ করে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এরপর আমরা তাদের গালিগালাজ করতে নিষেধ করলে তারা সৌখিন পরিবহনে থাকা লোহার রড, লাঠি দিয়ে আমাদের উপর আঘাত করে। এতে আমাদের ৫ জন গুরুতর আহত হন।
মামলার বাদী নাঈম ইসলাম বলেন, পরিবহন শ্রমিকদের হামলায় আমিসহ মোট পাঁচ শিক্ষার্থী আহত হয়েছি। এ ঘটনায় বুধবার রাতে বনানী থানায় মামলা করেছি। মামলায় অজ্ঞাতনামা ৬০ পরিবহন শ্রমিকে আসামি করা হয়েছে।
নিউজের জন্য: news.sangbadlive24@gmail.com
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: +8809638214724
www.sangbadlive24.com